Amit Mitra

করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র

রাজ্য

করোনা আক্রান্ত হয়ে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রক্তন অর্থমন্ত্রী অমিত মিশ্র। হাসপাতাল সূ্ত্রে জানা যায় তিনি করোনা পজিটিভ। 
জানা গিয়েছে, জ্বর, গা-হাত-পা ব্যথা-সহ ইনফ্লুয়েঞ্জার উপসর্গ দেখা দিয়েছিল তাঁর। সোমবার তাঁকে ঢাকুরিবার একটি বেসরকারি হাসপাতালে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা করার পর জানা  যায় তিনি করোনা আক্রান্ত। 
হাসপাতাল সূত্রের খবর, প্রাক্তন অর্থমন্ত্রীর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, তিনি ডায়বেটিস রোগী। নিয়ম মেনেই তাঁর চিকিৎসা চলছে। করোনা আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়। এইমুহূর্তে চিন্তার কোনও বিষয় নেই বলে এদিন হাসপাতালের তরফে জানানো হয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্রের করোনা আক্রান্তের খবরে ফের বাড়ছে উদ্বেগ। রাজ্যেস ফের থাবা বসাতে শুরু করেছে করোনা। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত সারা দেশে ২৭২ জন ওমিক্রনের নতুন প্রকরণ কেপি-২ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 
বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমারও। গত শুক্রবার তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। রাজ্যেও করোনা আক্রান্তের খবর মিলেছে। করোনার নতুন প্রকরণ দ্রুত ছড়ালেও উদাসীন রাজ্য সরকার। এ রাজ্যে সমস্ত করোনা কিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় সরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে এপ্রিল মাসের শুরু থেকেই করোনা পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। ফলে ইতিমধ্যে এ রোগ পশ্চিমবঙ্গে কতটা ছড়িয়ে পড়েছে, মিলছে না তার কোনও তথ্যই। রাজ্য সরকারের এই চরম উদাসীনতার মাশুল গুনতে হবে সাধারণ মানুষকে, বলছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। 
জানা গেছে গত ৩১ মার্চে রাজ্য জুড়ে করোনা পরীক্ষার সমস্ত কিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ফলে ১ এপ্রিল থেকেই হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে করোনা পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। আরটিপিসিআর ও জিনোম সিকোয়েন্স টেস্ট হচ্ছে না জেলা শহরের কোনও সরকারি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রেই। কোনও রোগীর জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট হলেও জানা সম্ভব হচ্ছে না রোগটি কোভিড কিনা। চিকিৎসকদের মতে, অন্য রাজ্যে এই নতুন ভ্যারিয়েন্টটি আবার ছড়িয়েছে। ইতিমধ্যে এ রাজ্যেও ছড়িয়ে গিয়ে থাকলেও রাজ্য সরকারের উদাসীনতায় তা বোঝার কোনও উপায় থাকছে না। 

Comments :0

Login to leave a comment