বদলে যাচ্ছে শহর কলকাতার অন্যতম ঐতিহ্য ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম । সৌজন্যে কেন্দ্রের সরকারের শাসক দল বিজেপি এবং তার মস্তিষ্ক আরএসএস। সংবাদ সংস্থার খবর অনুযায়ী ফোর্ট উইলিয়ামের ভিতরেও বেশ কয়েকটি ভবনের নাম বদলে গিয়েছে। ভিতরে একটি ভবনের নাম ছিল রাসেল ব্লক। এখন থেকে নতুন নাম বাঘাযতীন ব্লক। কিচেনার গেটের নামও বদলে গেটেটির নাম হবে ম্যানেকশ গেট। একটি গেট, সেন্ট জর্জ গেটেরও নাম পরিবর্তন করে শিবাজি গেট রাখা হয়েছে বলে বুধবার ভারতীয় সেনা আধিকারিক হিমাংশু তিওয়ারি জানিয়েছেন। তিনি আরও জানানো হয়েছে নাম পরিবর্তনের সিদ্ধান্ত ২০২৪ সালের ডিসেম্বরের দ্বিতৃয় সপ্তাহে নেওয়া হয়েছিল। আমরা এখনও ফোর্ট উইলিয়ামই ব্যবহার করছি। তবে সরকারিভাবে ঘোষণা বাকি রয়েছে।
কলকাতায় অবস্থিত ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম ব্রিটিশরা নির্মিত এবং রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ করা হয়। ১৭৮১ সালে ইট ও মর্টার দিয়ে নির্মিত এই ফোর্টে ছয়টি গেট আছে চৌরঙ্গী, পলাশী, কলকাতা, ওয়াটার গেট, ট্রেজারি গেট এবং সেন্ট জর্জ গেট। দুর্গের নাম পরিবর্তন করে বিজয় দুর্গ করা হয়েছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ উপকূলে অবস্থিত প্রাচীনতম দুর্গের উপর ভিত্তি করে, যা ছত্রপতি শিবাজির সময়ে নৌঘাঁটি হিসেবে কাজ করত।
চৌরঙ্গি, পলাশি, কলকাতা,ওয়াটার গেট, সেন্ট জর্জ এবং ট্রেজারি এই ৬টি মূল প্রবেশদ্বার রয়েছে। তার মধ্যে সেন্ট জর্জ গেটের নাম বদলে গিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে তৈরি হয় ফোর্ট উইলিয়াম। স্বাধীনতার পর ১৯৬২সালে ইস্টান কমান্ডের প্রধান কার্যালয় হিসেবে এই ফোর্ট উইলিয়ামকে বেছে নেওয়া হয়। এবার থেকে নতুন নাম হল ‘বিজয় দুর্গ’। ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার কলকাতার ফোর্ট উইলিয়াম। গোটা পূর্বাঞ্চলে সেনার কাজকর্ম পরিচালিত হয় এই ফোর্ট উইলিয়াম থেকেই। অধুনা দুর্গ এবং এর ফটকের নাম পরিবর্তন ভারতের নিজস্ব সামরিক ঐতিহ্যের স্বীকৃতির প্রতীক। ভারতীয় সংস্কৃতি সম্পর্কিত সরকারি ওয়েবসাইট অনুসারে স্বাধীনতার পর, দুর্গের নিয়ন্ত্রণ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায় যারা যথেষ্ট সংযোজন এবং সংস্কার করে। কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক স্থান, উদ্যান, রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করেছে নরেন্দ্র মোদী সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার ফোর্ট উইলিয়ামও। সরকারিভাবে ঘোষণা হয়নি তবে সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের খবর কলকাতার ফোর্ট উইলিয়ামের নতুন নাম হচ্ছে বিজয় দুর্গ।
Fort William
বদলে যাচ্ছে ফোর্ট উইলিয়ামের নাম
×
Comments :0