GK — TAPAN KUMAR BIRAGYA / NATUNPATA - 24 NOVEMBER

জানা অজানা — একই শহরের তিনটি নাম / নতুনপাতা

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BIRAGYA  NATUNPATA - 24 NOVEMBER

নতুনপাতা

জানা অজানা

একই শহরের তিনটি নাম
তপন কুমার বৈরাগ্য

মার্কিণ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের তিনটি নাম
আছে।বাতাসের শহর,পৃথিবীর কসাইখানা,উদ্যান
নগরী।এই শহরে ১৮৯৩সালের ১১ই সেপ্টেম্বর
স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়ে ভারতের মুখ উজ্জ্বল
করেছিলেন।এই শহরকে বাতাসের শহর বলার কারণ
মিচিগান হ্রদের দিক থেকে সারা বছর এই শহরে
হিমশীতল বাতাস প্রবাহিত হয় বলে। ১৮৭৬ সালে
এই শহরে বিরাট টর্ণেডো হয়েছিল।সেই বছর
থেকে এই শহরের নাম হয় বাতাসের শহর।
শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলার কারণ
হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে আছে বিস্তীর্ণ
তৃণভূমি। এই তৃণভূমির নাম প্রেইরি তৃণভূমি।
এই প্রেইরি তৃণভূমিতে ভুট্টা, ক্লোভার,আলফা-
আলফা ঘাস উৎপন্ন হয়।এই ঘাস পশুদের খুব
উৎকৃষ্ট শ্রেণির খাদ্য।এইখানে পৃথিবীর মধ্যে
সবচেয়ে বেশি পশু পালন করা হয় এবং উৎকৃষ্ট
মাংসের জন্য সবচেয়ে বেশি পশু বধ করা হয়।
যার জন্য শিকাগোকে পৃথিবীর কসাইখানা
বলা হয়।


একে উদ্যান নগরী বলার কারণ মিচিগান হ্রদ
থাকায় এখানকার আবহাওয়া খুবই মনোরম।
এই শহর কখনো উষ্ণ হয় না।সারাবছর শীত 
থাকার জন্য এই শহরের যেখানে সেখানে
আঙুর,কমলালেবু,আপেল,বেদানা প্রভৃতি
ফল উৎপন্ন হয়।পৃথিবীর কোনো শহরে
এতো বেশি উদ্যান নেই।তাই একে উদ্যান 
নগরী বলে।
শিকাগো মার্কিণ যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম
শহর। 

Comments :0

Login to leave a comment