GK — TAPAN KUMAR BIRAGYA / NATUNPATA - 3 NOVEMBER

জানা অজানা — বিরল কৃতিত্ব / নতুনপাতা

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BIRAGYA  NATUNPATA - 3 NOVEMBER

নতুনপাতা

জানা অজানা

বিরল কৃতিত্ব
তপন কুমার বৈরাগ্য

কলকাতার বেলগাছিয়ায় যখন বাসে করে
যাই কন্ডাক্টারের কণ্ঠ থেকে শুনতে পাই
আর.জি.কর।জানলা দিয়ে দেখি কলকাতার
নামকরা এই মেডিক্যাল কলেজকে। যার নামে
এই মেডিক্যাল কলেজ হাসপাতাল তাঁর নাম
আমরা অনেকেই জানিনা।তিনি হলেন বিরল
কৃতিত্বের অধিকারী ডাক্তার রাধাগোবিন্দ কর।
যিনি মানুষের সেবায় নিজেকে সারাজীবন
নিয়োজিত করেছিলেন।যিনি বিদেশ থেকে
ডাক্তারী ডিগ্রি লাভ করেও মনে প্রাণে ছিলেন
একজন নিঃস্বার্থ বাঙালি। গরিব দুখিদের কাছে
তিনি ছিলেন সাক্ষাৎ ভগবান।কতো মানুষ যে
তাঁর চিকিৎসায় প্রাণ ফিরে পেয়েছেন তা বলে
শেষ করতে পারা যাবে না।তখন ডাক্তারী পড়ার
কোনো বাংলা বই ছিলো না।তিনি বুঝলেন
হবু ডাক্তারদের মনের কথা।লিখলেন বাঙলায়
অনেক ডাক্তারী বই। এই বইগুলোর মধ্যে
উল্লেখযোগ্য'স্ত্রী রোগ চিকিৎসা','গাইনিকল্যাজি',
'রোগীর পরিচর্যা','সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা'।


আরো কতো কি।যা এক কথায় অমূল্য সম্পদ।
হবু ডাক্তারেদর সামনে এক নতুন দিগন্ত খুলে
গেল।সবাই তাঁর নামে ধন্য ধন্য করে উঠলেন।
১৯১৬ সালে বেলগাছিয়ায় তাঁর চেষ্টায় এক
মেডিক্যাল কলেজের উদ্বোধন হয়। তিনি এই
কলেজের প্রথম সম্পাদক নির্বাচিত হন।
পরে তারই নাম অনুসারে এই কলেজের নাম
হয় আর,জি,কর।সেই সময় বাংলার সব খ্যাতিমান
ডাক্তাররা তাঁকে শ্রদ্ধার চোখে দেখতেন।এদের
মধ্যে উল্লেখযোগ্য ডাক্তার মহেন্দ্র নাথ ব্যানার্জী,
ডাক্তার অক্ষয় কুমার দত্ত,ডাক্তার বিপিনবিহারী
মৈত্র এবং আরো অনেকে। এই মহান মানুষটির
জন্মভিটে হাওড়া জেলার রামরাজাতলার নিকটে
বেতড়ে। ইনি জন্ম গ্রহণ করেছিলেন ১৮৫২সালের
২৩শে আগস্ট।যতোদিন আর,জি,কর মেডিক্যাল
কলেজ হাসপাতাল থাকবে ততোদিন তাঁর নামও
বাঙালিদের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 

Comments :0

Login to leave a comment