জিএসটি বসবে দু’টি ধাপে। ৫ শতাংশ, ১৮ শতাংশ। তামাকের মতো দ্রব্যকে ‘ক্ষতিকর’ চিহ্নিত করে বিশেষ ৪০ শতাংশ জিএসটি বসানো হবে। নতুন করে এই ধাপ চালুর সিদ্ধান্ত হয়েছে জিএসটি কাউন্সিলে। নতুন জিএসটি ২২ সেপ্টেম্বর থেকে চালু হবে।
নতুন পদ্ধতিতে পরোক্ষ করে আয় কমবে ৯৩ হাজার টাকা লোকসান হবে। ‘ক্ষতিকর’ এবং অত্যন্ত বিলাসবহুল দ্রব্যে ৪০ শতাংশ হারে জিএসটি চালু হবে।
২৮ এবং ১২ শতাংশ হারের দু’টি ধাপ এদিন তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিরোধী শাসিত রাজ্যগুলি রাজস্ব আয়ে ঘাটতি মেটানোর দাবিও তুলেছে।
জিএসটি-র ফলে দেশে চাহিদা সংকোচনের অভিযোগ উঠছিল বিভিন্ন স্তরে। তার ওপর আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন এবং অনিশ্চয়তা গুরুতর প্রভাব ফেলেছে সিদ্ধান্তে। সামনে পরপর রাজ্যে নির্বাচনও রয়েছে। রাজনৈতিকভাবেও বিজেপি’র অবস্থা ভাল নয়।
এমন পরিস্থিতিতেই লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে ‘দিওয়ালির উপহার’ হবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে বিভিন্ন রাজ্যের অর্থ মন্ত্রীদের নিয়ে তৈরি পণ্য ও পরিষবা কর বা জিএসটি পরিষদ কেন্দ্রের প্রস্তাবে সম্মতি দিয়েছে। সাংবাদিক সম্মেলনে সীতারামন জানান জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি তুলে নেওয়া হবে। ৩৭টি জীবনদায়ী ওষুধে তুলে দেওয়া হবে জিএসটি।
gst
জিএসটি এবার দু’ধাপে, ক্ষতিকর দ্রব্যে ৪০% বিশেষ কর

×
Comments :0