বাধা সত্ত্বেও লড়াই জারি রেখেছেন ‘গণশক্তি’-র পাঠক, বিক্রেতারা। ৫৯ তম বার্ষিকী পালন অনুষ্ঠানের সর্বত্র সেই লড়াইয়ের ছাপ। জেলায় জেলায় পত্রিকা পৌঁছে দেওয়ার প্রয়াস জারি রয়েছে। এবারও সর্বোচ্চ বিক্রেতা জেলাগুলিকে বিশেষভাবে সম্বর্ধিত করা হয়েছে।
সর্বোচ্চ গণশক্তি বিক্রেতা জেলা উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় কলকাতা। তৃতীয় হুগলী। প্রতিটি জেলার প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র এবং রামচন্দ্র ডোম।
Comments :0