GREECE PROTEST

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, তুমুল বিক্ষোভ এথেন্সে

আন্তর্জাতিক

GREECE PROTEST

সুরক্ষায় গাফিলতি মারাত্মক। রেল দুর্ঘটনায় দায়ী সরকার। দেশের ভয়াবহ রেল দুর্ঘটনায় এই স্লোগান তুলে বিক্ষোভ চলছে গ্রিসের শহরে শহরে। এথেন্সে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে রায়ট পুলিস। 

গত মঙ্গলবার টেমপের কাছে এই দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় পণ্যবাহী যানের। সংঘর্ষের তীব্রতায় আগুন জ্বলে ওঠে। নিহত অন্তত ৫৭। তার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 

দুর্ঘটনার জায়গা থেকে এখনও ভাঙাচোরা ট্রেনের সব অংশ সরানো যায়নি। বহু মানুষ পরিজনদের খোঁজে ঘুরছেন। কিন্তু সরকারি তালিকায় নাম নেই পরিজনদের। আগুনে দেহ দগ্ধ হওয়ায় মর্মান্তিক অবস্থা। তার মধ্যে দেহ শনাক্ত করার কাজ চলছে। উদ্ধার কাজ ঘিরেও অব্যবস্থার অভিযোগে ভারী রয়েছে শোকের বাতাস। 

বস্তুত গ্রিসের জাতীয় জনজীবন ঘিরে রয়েছে শোকে, যন্ত্রণায়। তার প্রতিফলন পড়েছে রাস্তায়। এথেন্সে সংসদ ভবনের সামনে জনতার সঙ্গে পুলিশের কার্যত সংঘর্ষ হয়েছে। 

Comments :0

Login to leave a comment