বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিঙ লিরেনকে তৃতীয় গেমে হারালেন ভারতের গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ।
বুধবার তিন গেমে দুই প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট সমান। প্রথম গেমে হেরেছিলেন গুকেশ। ড্র হয় দ্বিতীয় গেম। তৃতীয় গেমে জয়ী হন গুকেশ।
কম সময়ের মধ্যে চাল দিতে পেরেছেন গুকেশ। বরাদ্দ ১২০ মিনিটের মধ্যে ৪০টি চাল দিয়েছেন গুকেশ। মাঝের পর্বে খেলা কঠিন হলেও গুকেশের চাল নির্ভুল থেকেছে বলে জানাচ্ছেন দাবা বিশেষজ্ঞরা।
খেলার পর সাংবাদিক সম্মেলনে গুকেশ বলেছেন, ‘‘গত দু’দিন আমার খেলায় নিজে সন্তুষ্ট ছিলাম। আজ আরও ভাল হয়েছে খেলা। বিশ্বচ্যাম্পিয়নকে একটি গেমে হারাতে পারার অনুভূতি আলাদা।’’
খেলার তৃতীয় গেমে ১৩ নম্বর চালের সময় দেখা যায় ৪ মিনিট মাত্র সময় নিয়েছেন চেন্নাইয়ের আঠারো বছরের গুকেশ। লিরেন প্রায় ১ ঘন্টা ৬ মিনিট নিয়ে ফেলেছেন।
সিঙ্গাপুরে হচ্ছে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল। গুকেশ-লিরেন ম্যাচের স্কোর ১.৫-১.৫। ১৪ গেম হবে দু’জনের মধ্যে। গুকেশ জয়ী হলে বিশ্বেরত সবচেয়ে কমবয়সী বিশ্ব চ্যাম্পিয়ন হবেন তিনিই।
Chess Gukesh
বিশ্ব চ্যাম্পিয়ন লিরেনকে তৃতীয় গেমে হারালেন ভারতের গুকেশ
×
Comments :0