HS 2024

উচ্চমাধ্যমিকের প্রথম দিনও উঠল প্রশ্ন ফাঁসের অভিযোগ

কলকাতা

শুরুর দিনে পরীক্ষার্থীরা। কলকাতার একটি স্কুলে বিধান ভট্টাচার্যের তোলা ছবি।

শুরু হলো উচ্চমাধ্যমিক। রাজ্যজুড়ে স্কুলে স্কুলে পরীক্ষার্থীদের ভিড়। সঙ্গে ছিলেন অভিভাবকরাও। এবার পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। সকাল ৯টা ৪৫ থেকে পরীক্ষা। 

উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী ৬৩ হাজার কমেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার, পরীক্ষা শুরুর দিন, সকালেও একই অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, তৃতীয় সেটে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা।

শুক্রবার হয়েছে প্রথম ভাষার পরীক্ষা।  

এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, ‘‘রাজ্যে লিকেজের সরকার চলছে। তাই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সরকার এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তা নিয়ে কোনও বিবৃতি দিচ্ছে না। স্পষ্ট যে রাজ্যে ‘ড্রপ আউট’ বাড়ছে।’’  

Comments :0

Login to leave a comment