Haryana Vote

হরিয়ানায় ভোটদানের হার ৪৯.১% তিনটে পর্যন্ত

জাতীয়

বেলা তিনটে পর্যন্ত হরিয়ানায় ভোটদানের হার ৪৯.১ শতাংশ। ৯০ আসনের বিধানসভায় শনিবারই একদফায় হচ্ছে ভোট। গণনা এবং ফল ঘোষণা হবে ৮ অক্টোবর। 
হরিয়ানার সরকারে আসীন বিজেপি এবার কড়া চ্যালেঞ্জের মুখে। লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি’র আসন ১০ থেকে কমে হয়েছে ৫। পাঁচ বছর আগের ভোটেও রাজ্যে একক গরিষ্ঠতা পায়নি বিজেপি। ভোটের পর জেজেপি’র দুষ্মন্ত চৌতালাকে নিয়ে সরকার গড়ে। ভোটের কয়েকমাস আগে মুখ্যমন্ত্রী পদ থেকে মনোহরলাল খট্টরকে সরিয়ে নয়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করে বিজেপি।
এ রাজ্যে কংগ্রেসে সমর্থনে ভিওয়ানি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআই(এম) নেতা প্রকাশ। এই বিধানসভা কেন্দ্রে পাঁচ বছর আগে জয়ী হয়েছিল বিজেপি। 
হরিয়ানার সঙ্গে ফল গণনা হবে জম্মু এবং কাশ্মীরেরও। সে রাজ্যে তিন দফায় ভোট নেওয়া হয়েছে। ৩ অক্টোবর শেষ দফার ভোট হয়েছে।

Comments :0

Login to leave a comment