GT vs LSG

লক্ষ্ণৌকে হারালো গুজরাট

খেলা

GT vs LSG


লখনউ সুপার জায়ান্টসকে ৫৬ রানে হারিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত করল গুজরাট। ১১ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৬। রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয় গুজরাট এবং লক্ষ্ণৌ। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লক্ষ্ণৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২২৭/‌২ তোলে গুজরাট। জবাবে লক্ষ্ণৌ করে ১৭১/৭। ওপেনিং জুটিতে ৭৪ বলে ১৪২ রানের পার্টনারশিপ গড়েন ঋদ্ধি ও গিল। এই ওপেনিং জুটির দৌলতেই ৫৬ রানে ম্যাচ জিতে নেয় গুজরাট। মাত্র ২০ বল খেলে দ্রুততম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঋদ্ধিমান সাহা। ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৮১ রান করেন তিনি। শুভমন ২টি চার এবং ৭টি ছক্কা দিয়ে ৫১ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৫ বলে করেন ২৫ রান এবং ডেভিড মিলার ১২ বলে ২১ রান। দুই ওপেনারের ব্যাটে ভর করে করে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে গুজরাট টাইটানস।  জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে লক্ষ্ণৌর ওপেনাররা। মাত্র ৪ ওভারে দলের রান ৫০ পেরিয়ে যায়। 


বিধ্বংসী ইনিংস খেললেন কুইন্টন ডি’কক। ৪১ বলে ৭০ রান করে ডি’কক আউট হয়ে যান। ৩২ বলে ৪৮ রান করে রশিদ খানের ক্যাচে আউট হন কাইল মেয়ার্স। দীপক হুডা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরানরা অল্প রানে আউট হয়ে যান। মাত্র ১৭১ রানেই আটকে যায় লক্ষ্ণৌ। 


 

Comments :0

Login to leave a comment