প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে নন্দার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডিয়ামেনটেকোস। ম্যাচে বিষ্ণু অনবদ্য পারফরম্যান্স করলেন। শেষ মুহূর্তে আনোয়ারের ট্যাকেলেই মূলত ৩ পয়েন্ট এলো লেসলি ক্লডিয়াস সরণীতে । ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।
খেলার ৭ মিনিটের মাথায় আনোয়ারের শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথম ২০ মিনিট জামশেদপুরকে প্রচণ্ড চাপে রাখছিল ইস্টবেঙ্গল। রাকিপের চোট লেগে বসে যাওয়ার ফলে তার জায়গায় নামেন জিকসন। রাকিপের জায়গায় খেলছিলেন আনোয়ার । ফলে বাঁ দিক থেকে খুব বেশি আক্রমনাত্মক হতে পারছিলেন না জামশেদপুরের শুভম। ৩৮ মিনিটের মাথায় ক্লেটনের পাস থেকে গোলের সহজতম সুযোগ নষ্ট করেন নন্দা । বক্সের মধ্যে থেকে বল হাতে মারেন জামশেদপুর গোলরক্ষক আলবিনো গোমসের।
Comments :0