ISL EAST BENGAL vs MOHAMMEDAN

ডার্বি জিতেই পয়েন্টের খাতা খুলতে চায় ইস্টবেঙ্গল

খেলা

শনিবার যুবভারতীতে মহামেডানের বিরুদ্ধে আইএসএলে প্রথম পয়েন্টের লক্ষ্যে নামবে ইস্টবেঙ্গল। খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায় । সদ্য এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে শেষ ১৬- য় জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুজনের কোচিংযে  বদলে গেছে লাল হলুদ। শনিবারের ডার্বি জিতেই আইএসএলের প্রথম পয়েন্ট ঘরে তুলতে মরিয়া তালাল - নান্দারা।

শনিবারের ম্যাচ প্রসঙ্গে প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেন ‘গণশক্তি’ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন '  শেষ ১১  টি ম্যাচে মহামেডানের বিরুদ্ধে ৯ টি লাল হলুদ জিতেছে এবং ২ টি ড্র হয়েছে , তাই সবকিছুই রয়েছে ইস্টবেঙ্গলের ফেভারেই ' । মহামেডান প্রসঙ্গে তিনি বলেন ' কোচই বোঝাতে পারবে দলকে যে আমরা কোথায় পড়ে আছি , এটা আইলিগ নয় , এইখানে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলকে নিয়ে অ্যানালাইসিস করে ' । কিছুটা পরামর্শের সুরেই তিনি আন্দ্রে চেরিশ্নভের উদ্দেশ্যে বলেন  ' এই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাই প্রেস করলে এই ওয়েদারে ৪৫ মিনিটের পর থেকে দল হাঁপিয়ে পড়বে, তাই পরিকল্পনামাফিক প্রতিআক্রমণে খেলতে হবে মহামেডানকে ' । ইস্টবেঙ্গল প্রসঙ্গে তার বক্তব্য ' ডার্বি হারের পর এ এফসিতে ভালো পারফরম্যান্স করার কারণে পুরো দলটার শরীরী ভাষা বদলে যাবে, এই দলে প্রত্যেকটা প্লেয়ারেরই বেশ কোয়ালিটি রয়েছে এবং আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে ' ।

গত ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে ৪ -০ গোলে পর্যদুস্ত হওয়ার পর এই মাচটাকেই পাখির চোখ করেছেন আন্দ্রে। কাশিমভ, আলেক্সিস, মাখান ছোটের মত খেলোয়াড়রা যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। শনিবারের ম্যাচের উপরেই কিছুটা নির্ভর করবে আন্দ্রের ভাগ্য। তাই শুক্রবারের সাংবাদিক সম্মেলনে শেষে তিনি বলেছিলেন ' হোপ টু মিট ইউ এগেইন ' । শনিবার টেবিলের শেষের দিকে দুটি দলের লড়াই। ৬ ম্যাচে ০ পয়েন্ট লাল হলুদের , রয়েছে সর্বশেষ দ্বাদশ স্থানে । অন্যদিকে , সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট মহামেডানের, তারা রয়েছে ঠিক উপরেই একাদশ স্থানে। তাই শনিবার দুই প্রধানের নিজেদের নামের প্রতি সুবিচার করতে ডার্বি ম্যাচে জয় ছাড়া দ্বিতীয় কোনো ভাবনা তাদের নেই।

Comments :0

Login to leave a comment