Jalpaiguri Incident

বনকর্মীদের গুলিতে মৃত ১, খট্টিমারি বনাঞ্চলে উত্তেজনা

জেলা

Jalpaiguri Incident


জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি বনাঞ্চলে বনকর্মীদের গুলিতে মৃত ১, এলাকায় ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। জানা গেছে, যে বনাঞ্চল লাগোয়া এলাকার বাসিন্দারা প্রায়শই জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। মঙ্গলবারও জঙ্গল লাগোয়া রাভাবস্তি এলাকার জিতেন রাভা জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। এদিকে বৃষ্টির সময় জঙ্গলে কাঠচুরি বা গাছ কেটে চুরি রুখতে সেসময় টহলদারি চালাচ্ছিলেন বনকর্মীরা। সেসময় বনকর্মীরা গুলি ছুড়লে লুটিয়ে পড়েন জিতেন রাভা (৪৫)। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকাবাসী। মৃতের সংবাদ পাওয়া মাত্র কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। শোকের আবহ তৈরি হয় এলাকাব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপার গ্ৰামীণ ওয়াংডেন ভুটিয়া, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিরাট পুলিশ বাহিনী।


স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে পুলিশদের ঘিরে বিক্ষোভ দেখান। তাদের দাবি জঙ্গলে প্রবেশের অধিকার তাদের রয়েছে। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। সেসময় বন কর্মীরা তাকে গুলি করে হত্যা করেছে। কেন গুলি চালানো হলো তার জবাব চান তারা। এবিষয়ে বনদপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment