ISL JAMSHEDPUR

হায়দরাবাদকে হারালো জামশেদপুর

খেলা

হায়দরাবাদকে ২ - ১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল খালিদ জামিলের জামশেদপুর এফসি। গোল করলেন তাচিকাওয়া ( ২৯ মিনিট ) ও জর্ডান মারে ( ৪৪ মিনিট ) । হায়দরাবাদের গোলদাতা সাই গদার্ড ( ৫o মিনিট ) ।

লড়াই করেও শেষরক্ষা করতে পারলেন না থানবয় সিংটোর ছেলেরা। জামশেদপুরের কাছে পরাস্ত হলো ‘নিজামস’। 
প্রথমার্ধেই দুই গোল খেয়ে যায় হায়দরাবাদ। জর্ডান মারে আজকের ম্যাচে দারুণ পারফরম্যান্স করলেন। তবে যথেষ্ট লড়াই করলেন হায়দরাবাদের জুনিয়ররা। সাই গদার্ড একটিমাত্র গোল করলেন । ম্যাচের শেষ দিকে রামচুংলুঙ্গার শট পোস্টে না লাগলে আজ জামশেদপুর থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরতেন থানবয় সিংটো।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন