Protest Rally in Raiganj

পড়ুয়াদের মিছিলে অবরুদ্ধ রায়গঞ্জ শহর

জেলা

আরজি করের ঘটনায় বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্যের সমস্ত জেলায়। বিক্ষোভ শুধু রাজ্যে নয় গোটা দেশে এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। দেশের গণ্ডী পেরিয়ে বাংলাদেশ, নেদারল্যাটন্ডস-সহ গোটা বিশ্বের মানুষ একটাই স্লোগান তুলছেন, 'জাস্টিস ফর আরজি কর'। মঙ্গলবার অপরাধীদের শাস্তির দাবিতে পথে নামলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মিছিলে অবরুদ্ধ রায়গঞ্জ শহর। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের নিয়ে বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে। কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ রায়গঞ্জ কলেজের প্রাক্তন ছাত্র পিযুষ দাস মিছিলের সুচনা করে বলেন, ‘‘ ১৯৭৫-৮০ কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার দাবি, লাইব্রেরিতে বই’বের দাবিতে অনেক আন্দোলন করেছি। বর্তমানে ধর্ষক লুম্পেনদের শাস্তির দাবিতে মিছিলে হাটতে হচ্ছে!’’


কলেজের ছাত্রী অনুমতি চাইছে, স্যার ছুটি নিয়ে মিছিলে যাব। নিষেধ করেননি প্রিন্সিপালরা। অবিলম্বে ধর্ষক, খুনিদের আড়ালকারিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে এদিন ছাত্র ছাত্রীদের সাথে পা মিলিয়েছেন প্রাক্তনীরাও। স্লোগান উঠেছে ‘‘তীব্র করো গলার স্বর- জাস্টিস ফর আর জি কর’’। আর জি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবিতে গোটা রায়গঞ্জ শহর ঘুরে মিছিল গিয়ে শেষ হয় শিলিগুড়ি মোড়ে। কয়েক হাজার ছাত্র ছাত্রীদের ভীড়ে অবরুদ্ধ ৩৪ নং জাতীয় সড়ক।  এস এফ আই জেলা সম্পাদক কুষাণ ভৌমিক বলেন, ‘‘অবিলম্বে সঠিক তদন্ত করে চুনো পুঁটি না ধরে আসল দোষীদের মাথা ধরার দাবিতে এই মিছিল। মিছিলে ছিলেন অশেষ রায়, সুজাতা সাহা, বীবেক বর্মন ছাড়াও নীলকমল সাহা, প্রদ্যোত ঘোষ, অভিজিত কুণ্ডু, বিপুল মৈত্র, সমীরণ দেব প্রমুখ।

Comments :0

Login to leave a comment