প্রথমার্ধে ২ -০ গোলে পিছিয়ে থাকার পর । দ্বিতীয়ার্ধে বিষ্ণুকে নামানোর পরই ঘুরল খেলা। ৫৪ মিনিটে গোল শোধ দেন বিষ্ণু। ৪৭ মিনিটে ক্লেটনের ফ্রি কিক থেকে হেডে গোল করে ব্যবধান কমান হিজাজি মাহের। ৬০ মিনিটে সুরেশ মিতের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নন্দার সেন্টারটি ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৬৪ মিনিটে বিষ্ণুকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন পাঞ্জাবের লুংডিম । ৬৬ মিনিটে বিষ্ণুর বাড়ানো বল থেকে সুন্দর গোল করে দলকে এগিয়ে দেন ডেভিড। ৪-২ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে ৪ -২ ব্যবধানেই ৩ পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল।
প্রথমার্ধের শেষে ইষ্টবেঙ্গলের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে পাঞ্জাব এফসি। গোল করেছেন আসমির ও ভিদাল। ম্যাচের ৮ মিনিটের মাথায় ডেভিড গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ২১ মিনিটে পুলগা ভিদালের বলে গোল করেন পাঞ্জাবের হাঙ্গেরিয়ান ফুটবলার আসমির। ২৩ মিনিটে ভিদালের গোলমুখী শট বাইরে চলে যায়। ৩৯ মিনিটে হিযাজীকে কাটিয়ে প্রায় ০ ডিগ্রি এঙ্গেল থেকে ছবির মত গোল করে দলের ব্যাবধান বাড়ান পুলগা ভিদাল।
Comments :0