বর্তমানে কাজাখিস্তানের শ্যামকেন্টে গরিয়ে চলেছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ভারত নজরকাড়া পারফরম্যান্স করছে। মঙ্গলবার ৫০-র উর্ধে চলে গেল ভারতের পদক সংখ্যা। ১৬তম এই এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদকজয়ে শীর্ষে রয়েছে ভারত। মহিলাদের ট্র্যাপ শুটিং বিভাগে ৪৩হিট করে সোনা জিতেছেন ভারতের নীরু ধান্দা। কাতারের রে ব্যাসিল রুপো এবং ভারতের আরএক শুটার আশিমা জিতেছেন ব্রোঞ্জ পদক। ভারতের জুনিয়র উইমেন্স ২৫মিটার পিস্তলের বিভাগে প্রথম তিনেই পদক জিতেছিলেন ভারতীয় শুটাররা। পায়েল ক্ষত্রী সোনা , নামিয়া কাপুর রুপো এবং তেজস্বীনি জিতেছিলেন ব্রোঞ্জ। দলগত বিভাগে রিয়া সিরিশ রূপো জিতেছে কোরিয়াকে পিছনে ফেলে। পুরুষদের ট্র্যাপ শুটিং বিভাগে ভৌনিশ মেনদারিত্তা রূপো জিতেছেন চিনের কিউ উইংকে হারিয়ে। মনু ভাকের সিনিয়র উইমেন্স ২৫মিটার পিস্তলের বিভাগে চতুর্থ হয়েছেন। সবমিলিয়ে এই প্রতিযোগিতায় ভারতের সংগ্রহ ২৯টি সোনা , ১১টি রূপো এবং ১৪টি ব্রোঞ্জ পদক জয় করেছে।
ASIAN SHOOTING CHAMPIONSHIP 2025
পদক জয়ে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত

×
Comments :0