INDIA vs NEW ZEALAND

ওয়াশিংটনদের দাপটে ২৫৯ রানেই শেষ কিউয়িদের ইনিংস

খেলা

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম ইনিংসে ভারতের বোলিং দাপটে ২৫৯ রানে শেষ হলো কিউয়িদের ইনিংস। 
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। অশ্বিনের বোলিং দাপটে ৩০০ রানের গণ্ডি পার করতে পারল না নিউজিল্যান্ড। 
ম্যাচে মোট তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন অশ্বিন। টম লাথাম (২২ বলে ১৫ রান) , ড্যারেন কনওয়ে ( ১৪১ বলে ৭৬ রান) এবং উইল ইয়ং (৪৫ বলে ১৮ রান), এই তিনজনকেই আউট করেন অশ্বিন। নিউজিল্যান্ডের টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে যায় মিডল অর্ডারও। 
ওয়াশিংটন সুন্দর মোট ৭ টি উইকেট নেন। তিনি রাচীন রবীন্দ্র ( ১০৫ বলে ৬৫ রান ) , ড্যারেল মিচেল ( ৫৪ বলে ১৮ রান ) , ব্ল্যান্ডেল ( ১২ বলে ৩ রান) , ফিলিপস (৩১ বলে ৯ রান) , স্ট্যান্টনার ( ৫১ বলে ৩৩ রান ) , টিম সাউদি (৮ বলে ৫ রান ) আজাজ প্যাটেল ( ৯ বলে ৪ রান ) উইকেট নেন। 
২৫৯ রানের জবাবে ১১ ওভার শেষে ভারত করেছে ১৬ রান। টিম সাউদির বলে ০ রানে আউট রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সোয়াল (২৫ বলে ৬ রান) ও শুভমান গিল (৩২ বলে ১০ রান)।

Comments :0

Login to leave a comment