INDIA vs NEW ZEALAND

শোচনীয় ব্যাটিং ভারতের, ১৩২ রানে এগিয়ে নিউজিল্যান্ড

খেলা

আকাশে ঘন মেঘ। পরপর দু’দিন বৃষ্টি। খেলা ভেস্তেও গিয়েছে বৃষ্টিতে। প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। বিরাট কোহলিকে নামিয়েছিলেন তিন নম্বরে। কোনও কৌশলই কাজে আসেনি। ৪৬ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত। নিউজিল্যান্ডের রান বিনা উইকেটে ৫২। 
অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আগে ভারতের এই শোচনীয় ব্যাটিংয়ে চিন্তিত সমর্থক থেকে বিশেষজ্ঞরা। 
চতুর্থ ওভারে রোহিত শর্মার বিরুদ্ধে আউটের আবেদন হলেও আম্পায়ার মাইকেল গঘ আউট দেননি। ডিআরএস আম্পায়ারকেই মান্যতা দেয়। স্বস্তি যদিও দীর্ঘস্থায়ী হয়নি। চাপ কাটাতে স্টাম্প ছেড়ে শট নেওয়ার চেষ্টায় ছিলেন রোহিত। কাজ হয়নি। টিম সউদির বল সোজা উইকেট ভেঙে দিয়েছে। 
বিরাট কোহলি নামেন তিন নম্বরে। লাফিয়ে ওঠা বল গ্লাভস ছুঁয়ে ভেসে যেতেই ঝাঁপিয়ে লেগ গালিতে বল তালুবন্দি করেন গ্লেন ফিলিপস।
বৃষ্টির কারণে দুই দিন বন্ধ থাকার পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেশ চাপে ভারত । প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানেই অল আউট হয়ে যায় রোহিতরা। একমাত্র যশস্বী জয়সোয়াল ও করেন ৬৩ বলে ১৩ রান । এছাড়া রোহিত , বিরাট , সরফরাজ , রাহুল, জাদেজা সবাই পড়েন মুখ থুবড়ে। ঘরের মাঠে এইরকম শোচনীয় অবস্থার সম্মুখীন বেশ কয়েক বছর পর হল ভারত। এই টেষ্ট ম্যাচ জেতা অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে গেছে  গৌতম গম্ভীরের কাছে। উইল রুরকে একাই নেন ৪ টি উইকেট। যার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ছিল যশস্বী জয়সোয়াল ও বিরাটের উইকেট । ম্যাট হেনরি নেন ৪ টি উইকেট।

Comments :0

Login to leave a comment