India-vs-Zimbabwe

আগামীর লক্ষ্যে নামছে ভারত

খেলা

সম্পূর্ণ তরুণ ক্রিকেটারদের নিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে শনিবার পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ  খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। দলের নেতৃত্বে আছেন শুভমান গিল। সদ্য বিশ্বকাপ টি ২০ জিতে আসা ভারতীয় দল নামছে একবারে আগামী প্রজন্মের দল নিয়ে। এই দল থেকেই আগামী দু’বছরের পরিকল্পনা করবে ভারত। শনিবার ভারতীয় দলে অভিষেক ঘটতে চলেছে অভিষেক শর্মার। সঙ্গে দলে থাকছেন রিঙ্কু সিং। ফলে রিয়ান পরাগের সিনিয়র জাতীয় ক্রিকেট দলে প্রথম অসমের ক্রিকেটার হিসাবে অভিষেক হচ্ছে কিনা এখনই বলা যাচ্ছে না। ভারত বনাম জিম্বাবোয়ের মধ্যে এযাবৎ ৮টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলা হয়েছে। ভারত ৬টি ও জিম্বাবোয়ে ২টি ম্যাচ জিতেছে। গত ৯ বছরে ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক টি ২০ ম্যাচ হারেনি।  
এদিকে বিভিন্ন লিগ খেলে অভিজ্ঞতা লাভ করা সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবোয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায়। বিগত প্রায় দু’দশক ধরে ধুঁকতে থাকা আফ্রিকার দক্ষিণ প্রান্তের দেশটির ক্রিকেটের অবস্থা ভালো নয়। টেস্ট খেলার সংখ্যা কমেছে তাদের। বিশ্বকাপে খেলা হয়না বেশ কয়েক বছর। বড় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত শেষ কবে পাঠিয়েছে তা মনে করতে গেলে ইতিহাস ঘাঁটতে হবে। দলের কোচ জাস্টিন সামন্স অবশ্য সিকান্দার রাজার অধিনায়কত্ব নিয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন যে দল উন্নতি করার লক্ষ্যে খেলতে নামবে। সামন্স শুভমান গিলকে প্রথম খেলতে দেখেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বলে জানিয়েছেন। জিম্বাবোয়ে চিন্তিত শিবম দুবে ও রিঙ্কু সিং নিয়ে। 

Comments :0

Login to leave a comment