CAFA NATIONS CUP 2025

নেশন্স কাপে ইরানের চ্যালেঞ্জ ভারতের

খেলা

সোমবার কাফা বা CAFA ( সেন্ট্রাল এশিয়ান ফুটবল এসোসিয়েশন ) নেশন্স কাপের ম্যাচে ফের নামছে ভারত। সোমবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী দল ইরান। গ্ৰুপ ' বি ' তে সবথেকে শক্তিশালী দল এই ইরান। এই দলে ইউসেফি , নেমাতির মত ফুটবলাররা রয়েছেন। ডিফেন্ডার ইউসেফি খেলেন ইরানের দল  সেফানানে। আগামী অক্টোবরেই এই সেফানানের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ তে নামবে মোহনবাগান। তাই এই প্রতিযোগিতার জন্য কোনো খেলোয়াড় না ছাড়লেও মোহনবাগানের খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সকলেই নজর রাখবেন এই ম্যাচটিতে। গত ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ইরান। ফলে এই ম্যাচ খুব একটা সহজ হবেনা খালিদ জামিলের কাছে। অন্যদিকে ভারতও ১৭বছর পর তাজাকিস্তানকে হারিয়েছে। ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ ও আক্রমণ ভাগ দারুন ফুটবল খেলেছিল গত ম্যাচে। গোলদুর্গ অক্ষত ছিল গুরপ্রীতের অসাধারণ পেনাল্টি সেভ এবং আনোয়ার ও সন্দেশ ঝিঙ্গানের মরিয়া ডিফেন্সের কারণেই। তাই ২-১ গোলের সংকীর্ণ ব্যবধানে জিততে পেরেছিল ভারত। তবে ইরানের বিরুদ্ধে অতীতের রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয় ভারতের জন্য। ১০বারের মুখোমুখি সাক্ষাৎকারে শুধুমাত্র প্রথমবার ১৯৫১সালের এশিয়ান গেমসেই জয় পেয়েছিল ভারত। তারপর বাকি ৯টির মধ্যে ৮টিতে হার এবং ১টিতে ড্র করেছে ভারত। ২০১৬তে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে শেষবার দেখা হয়েছিল এই দুই দলের। সেই ম্যাচে ৪-০ গোলে পর্যদুস্ত হয়েছিল ভারত। তাই এই ম্যাচে জিততে নিজেদের ছাপিয়ে যেতে হবে ভারতের প্রত্যেকটি খেলোয়াড়দের। গত ম্যাচের থেকে প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন করবেন না খালিদ জামিল। ইরান বধের লক্ষ্যে সর্বশক্তি দিয়েই ঝাঁপাবে ছাঙতে , বিক্রম প্রতাপ , আনোয়াররা।


ইরানের সম্ভাব্য প্রথম একাদশ - ইউসেফি , নেমাতি ,আগাসি , চেশ্মি , নুরাফকান , আহমেদি , হাশেমানজাদ , হোসেনজাদেহ , আলিয়ারি , আলিপোর ও নিয়াজমান্দ।

ভারতের সম্ভাব্য একাদশ - গুরপ্রীত , রাহুল , আনোয়ার , সন্দেশ ,  ছাঙতে , সুরেশ , বিক্রম প্রতাপ , ইরফান , মোহাম্মদ উভাইস , জিকসন ও আশিক ।

Comments :0

Login to leave a comment