ISL atk mohun bagan

ওডিশা, বেঙ্গালুরু ম্যাচের দিকে তাকিয়ে, বলছেন জুয়ান

খেলা

ISL atk mohun bagan


ঘুরে দাঁড়ানোর ম্যাচে জয় পেল না এটিকে মোহনবাগান। গোলের সুযোগ নষ্ট করে তিন পয়েন্ট হাতছাড়া করেছে জুয়ান ফেরান্ডোর দল। চেন্নাই থেকে জিতে ফিরতে পারলে আত্মবিশ্বাস বাড়ত। সেইসঙ্গে লিগ তালিকায় এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারত। স্বভাবতই, হতাশাগ্রাস করেছে স্প্যানিশ কোচ জুয়ানকে।  

{ad

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘জানতাম ম্যাচটা কঠিন হবে। কারণ, ওরা গত চারটি ম্যাচে পারফরম্যান্সে অনেক উন্নতি করেছে। আমরা ম্যাচটা জেতার অনেক সুযোগ পেয়েছিলাম। দু’পক্ষেরই তিন পয়েন্ট পাওয়া দরকার ছিল। চেষ্টাও করেছি জেতার। এক পয়েন্টটা আমাদের পক্ষে ভালো হলো না। এখন পরের ম্যাচে মন দেওয়া ছাড়া কোনও উপায় নেই।’
এ দিন ছ’টি শট গোলে রেখেও একটিও গোল করতে পারেননি এটিকে মোহনবাগানের ফুটবলাররা। ব্রেন্ডান হ্যামিল সবচেয়ে সহজ দু’টি গোলের সুযোগ হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধে শুরুতে গোলকিপারকে একে পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন লিস্টন কোলাসো। এছাড়া হুগো বুমৌস, দিমিত্রি পেট্রাটোস, মনবীর সিং’রাও সুযোগ হাতছাড়া করে দলকে জেতাতে পারেননি। এত গোলের সুযোগ নষ্ট নিয়ে কোচ বলছেন, ‘আমরা যেমন প্রচুর গোলের সুযোগ পাচ্ছি, তেমনই প্রচুর সুযোগ হাতছাড়াও হচ্ছে। এটা হয়তো আবেগ নিয়ন্ত্রণে না থাকার জন্য হচ্ছে।

আমাদের উইঙ্গাররাও খুব একটা সফল নয়।’ 
এটিকে মোহনবাগানের মতো বড় ক্লাব, যাদের লক্ষ্য লক্ষ্য সমর্থক রয়েছেন, সেই ক্লাবের খেলার চাপ যে ঠিকমতো সামলাতে পারছেন না নবাগত, তরুণ খেলোয়াড়রা, তাও কার্যত মেনে নিলেন স্প্যানিশ কোচ। বললেন, ‘এটিকে মোহনবাগান যে বড় ক্লাব, এই নিয়ে কোনও সন্দেহ নেই। এই ক্লাবের সমর্থকেরা জয় ছাড়া কিছুই চান না। তাই ফুটবলারদের চাপ তো থাকবেই।’ প্লে অফে কোনও কোনও দলের ওঠার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে তাঁর মত জানতে চাইলে সবুজ-মেরুন কোচ বলেন, ‘হায়দরাবাদ, মুম্বই তো যাবেই। বাকি জায়গাগুলোর জন্য আমাদের লড়াই করতে হবে। ৬-৭টা ম্যাচ এখনও সবার বাকি আছে। ঘরের মাঠে আমাদের পরের দুটো ম্যাচ (ওডিশা ও বেঙ্গালুরুর বিরুদ্ধে) খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কী হয়। পরের ম্যাচগুলো সবার জন্যই গুরুত্বপূর্ণ।’ 

Comments :0

Login to leave a comment