Lebanon Israel Ceasefire

লেবানন সীমান্তে চলছে যুদ্ধবিরতি, মেয়াদ কতদিন, প্রশ্ন ইজরায়েলের মনোভাবে

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ফিরতে গাড়ির সারি ঘর হারানো বাসিন্দাদের। টুইটার থেকে নেওয়া ছবি।

চালু হয়েছে যুদ্ধবিরতি। আপাতত মেয়াদ ৬০ দিন। ইজরায়েল এবং লেবাননের প্রতিরোধী সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা একমত হয়েছে যুদ্ধবিরতিতে। ঘর হারানো লেবাননের বাসিন্দাদের একাংশ ঘরে ফিরতে শুরু করেছেন।
হেজবোল্লার সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। অতীতেও ইজরায়েলকে পিছু হটতে হয়েছে। চলতি দফায় ইজরায়েল আক্রমণ চালিয়েছে লেবাননের রাজধানী বেইরুটের মতো বিভিন্ন এলাকায় একের পর এক নিরস্ত্র নাগরিক বসতিতে। লেবাননে তিন হাজারের বেশি নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয়েছে গত দু’মাসে।
পাশের দেশ প্যালেস্তাইনের গাজায় এই পদ্ধতিতেই আগ্রাসন চালিয়েছে ইজরায়েল। তবে হেজবোল্লাও বারবার পালটা জবাব দিয়েছে। আক্রান্ত হয়েছে ইজরায়েলের রাজধানী তেল আভিভের কাছের সেনা ঘাঁটিও। 
চলতি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইজরায়েলের সেনা সীমান্তের ওপারে নিজের এলাকায় চলে যাওয়ার কথা। অনুমান, হেজবোল্লার বাহিনীও সীমান্ত এলাকায় প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘে ফের নিয়ন্ত্রণে নেবে। 
ঘর হারানো লেবানিজরা ফিরতে চাইলেও ইজরায়েল এবং লেবানের সেনা আরো কিছুদিন অপেক্ষা করতে বলেছে। বলা হয়েছে, সেনা সরাতে আরও কিছুদিন সময় লাগবে। 
তবে প্যালেস্তাইনের গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বুধবারও কামাল আদওয়ান হাসপাতালে সেনার হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। বেত লাহিয়ায় বসতি এলাকায় ফেলা হচ্ছে গোলা। 
ইজরায়েলের আগ্রাসী মনোভাবেই আশঙ্কা, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ঘোষিত এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ কতদিন।

Comments :0

Login to leave a comment