লেবাননে বিমানহানা চালয়ে যাচ্ছে ইজরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে অন্তত ২ হাজার নাগরিক মারা গিয়েছেন ইজরায়েলের হানায়।
৭ অক্টোবর গাজায় ইজরায়েলের আক্রমণের এক বছর পূর্ণ হবে। বিধ্বস্ত প্যালেস্তাইনের গাজা। পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়েছে লেবাননে ইজরায়েলের হামলা ঘিরে।
মার্কিন সংবাদমাধ্যম খবর ছড়িয়েছে যে ইরানের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রেও হামলা চালাতে পারে ইজরায়েল। ইরান বলেছে, ইজরায়েল হামলার চেষ্টা করলে আরও কড়া জবাব পাবে। লেবাননে হেজবোল্লার ওপর আক্রমণের পালটা ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালয়েছে ইজরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে।
লেবানন জানিয়েছে ইজরায়েলের গত কয়েকদিনের হামলা উদ্বাস্তু হয়েছেন অন্তত ২ লষ নাগরিক। তাঁদের বড় অংশ আশ্রয় নিচ্ছেন সিরিয়ায়।
লেবাননের ত্রিপোলিতে ইজরায়েলের বোমায় নিহতদের তালিকায় রয়েছে গাজার হামাসের এক কম্যান্ডারের নামও। নিহত হয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও। লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ শহরতলী এলাকায় ফের হামলা চালিয়েছে ইজরায়েল। বলা হয়েছে, এই অঞ্চলে হেজবোল্লার ঘাঁটির ওপর আক্রমণ চালানো হয়েছে। বাস্তবে দেখা যাচ্ছে নিরস্ত্র নাগরিকদের বসতি এলাকায় নির্বিচারে ফেলা হচ্ছে বোমা। গাজায় এই কায়দাতেই হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।
LEBANON ISRAEL BOMBING
ফের হানা ইজরায়েলের, লেবাননে মৃত্যু ২ হাজার ছুঁয়েছে
×
Comments :0