Dumdum SFI

দমদমে শিক্ষামন্ত্রী কেন্দ্রে মিছিল এসএফআই’র

রাজ্য

দমদমে এসএফআই’র মিছিল।

যাদবপুর কাণ্ডে প্রতিবাদ জারি রেখেছে এসএফআই। শনিবার মিছিল করেছে দমদমে। এই কেন্দ্রেরই বিধায়ক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 
এদিন সন্ধ্যায় মিছিলে ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, জেলা সম্পাদক আকাশ কর সহ নেতৃবৃন্দ। 
শনিবার তৃণমূল নেতা এবং যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বাড়িতে যায় পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষামন্ত্রী এবং ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয় যাদবপুর থানার পুলিশ।
যাদপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভায় যোগ দিতে যান শিক্ষামন্ত্রী। এই বিশ্ববিদ্যালয়েও পাঁচ বছর ধরে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন। গণতান্ত্রিক অধিকারের দাবি জানাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্ররা। 
১ মার্চ, ওই সভা থেকে বেরনোর সময় শিক্ষামন্ত্রীর গাড়ির সামনেও ছিলেন বিক্ষোভরত ছাত্ররা। সে সময় গাড়ি তাঁদের ওপর দিয়ে চলে যায়। আহত হন একাধিক ছাত্র। 
এর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করেছে যাদবপুর থানা। সৃজন আগেই জানিয়ে দেন যে থানায় তিনি যাবেন। যাদবপুরে অশান্তির কী ছবি এবং ফুটেজ সৃজনের কাছে রয়েছে তা জানতে চেয়েছে পুলিশ।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, সৃজনের থেকে ভিডিও চাইছে পুলিশ। ওকে ডেকে পাঠাচ্ছে। অথচ গাড়ি ছাত্রদের চাপা দিয়ে চলে যাওয়ার পরও শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে পারল না।   

Comments :0

Login to leave a comment