প্রতিবাদী মানুষের মুখরিত সখ্যে হচ্ছে ‘দ্রোহের কার্নিভাল’। মঙ্গলবার বিকেল চারটেয় সহযোদ্ধা অন্য একাধিক সামাজিক সংগঠনের সাথে সক্রিয় সহযোগিতায় ধর্মতলায় রানি রাসমণি অ্যাভেনিউতে হবে কেন্দ্রীয় কর্মসূচি।
সোমবার রাতে বিবৃতিতে এই ঘোষণা করল চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। সেই সঙ্গে এই মঞ্চের আবেন, দূরের জেলা থেকে এসে ধর্মতলায় যোগ দেওয়া কষ্টসাধ্য। ফলে চলতি সপ্তাহে স্থানীয় স্তরে এলাকার নাগরিকদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করে কর্মসূচি পালনের আবেদনও জানানো হয়েছে।
বিবৃতিতে চিকিৎসকদের যৌথ মঞ্চ বলেছে, ‘‘দাবী সকলেরই এক ও অভিন্ন । "অভয়ার" প্রকৃত ন্যায়বিচার। যে কোনো মূল্যে দ্বিতীয় অভয়া ঠেকানো। দুর্নীতি আর হুমকি সংস্কৃতির সমস্ত আঁতুড়ঘর ও উৎসভূমিগুলোকে গুঁড়িয়ে ফেলা। ভয়হীন নিরাপদ কর্মস্থল সুনিশ্চিত করা। সরকারি পরিষেবা স্বচ্ছ ও মানুষের জন্যে নির্ঝঞ্ঝাট করা।’’
অনশন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই দাবিগুলির মর্মবস্তু নিয়েই জুনিয়র ডাক্তাররা আজ প্রায় নয়দিন ধর্মতলার ধর্ণা মঞ্চে ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আমরণ অনশনে। চারজন ইতিমধ্যেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। সুদৃঢ় সংহতির বার্তা নিয়ে জয়েন্ট প্লাটফর্মের আহ্বানে সিনিয়র চিকিৎসকরা এবং প্রতিবাদী মানুষ প্রতীকী অনশনে, একদিন নয়, প্রতিদিন।’’ বলা হয়েছে, ‘‘এই আবহে রাজ্য প্রশাসন অদ্ভূত ভাবে অনমনীয় ও অসংবেদনশীল।’’
দ্রোহের কার্নিভাল প্রসঙ্গে বলা হয়েছে, ‘‘প্রতিবাদী মানুষের মুখরিত সখ্যে এক ঐতিহাসিক প্রতিবাদী ও প্রতিস্পর্ধী আন্দোলনের অনন্য স্মারক হয়ে থেকে যাবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস।’’
দূরের জেলা থেকে যোগ দেওয়া কষ্টসাধ্য বলে মঞ্চের আবেদন, ‘‘স্বকীয় এলাকায়, চিকিৎসক সহ সমস্ত পেশার স্থানীয় প্রতিনিধি, সংস্কৃতি কর্মী এবং যত বেশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণকে সুনিশ্চিত করে, এই সপ্তাহের মধ্যে, সুবিধামত দিন/ সময়/ স্থান নির্বাচন করে ‘দ্রোহের কার্নিভাল‘ সংগঠিত করুন।’’
'DROHER CARNIVAL'
কাল ‘দ্রোহের কার্নিভাল’, স্থানীয় স্তরে কর্মসূচির আবেদনও চিকিৎসকদের
×
Comments :0