‘‘বিচার চাইছে সারা বাংলা। কিন্তু পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করছে না। নিম্ন আদালতের রায়েও তার উল্লেখ আছে। প্রশাসনকে বলছি, আমরা রাস্তায় আছি। আপনারা বিচার নিশ্চিত করুন।’’
রবিবার কলকাতায় ‘অভয়া মঞ্চ’-র ডাকে মিছিলে এই বার্তা দিয়েছেন চিকিৎসক আন্দোলনের নেতা উৎপল ব্যানার্জি। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে মিছিল।
শিলিগুড়িতে মিছিলের পর চিকিৎসক আন্দোলনের আরেক নেতা সুবর্ণ গোস্বামী বলেন, ‘‘আরজিকর কাণ্ডে একজনকে শাস্তি দেওয়া হয়েছে ঠিকই কিন্তু একা একজনের পক্ষে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো কোনভাবেই সম্ভব নয়। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এই ঘটনার সাথে একাধিক দোষীরা জড়িত রয়েছে। আসল অপরাধীদের চিহ্নিত করে যতক্ষণ পর্যন্ত না দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পশ্চিমবাংলায় এই আন্দোলন চলছে। সারা রাজ্যের বাইরে গোটা দেশে ও আন্দোলন ছড়িয়ে পড়েছে। সুবিচার ছিনিয়ে নানা পর্যন্ত আমাদের রাস্তার লড়াই চলবে। পাশাপাশি আইনের প্রাঙ্গণে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আইনের লড়াই চলবে।’’
ডাঃ উৎপল ব্যানার্জি বলেন, ‘‘বাংলার মানুষ মনে করছেন যে আমাদের মেয়ে বিচার পেল না। আমরা তাঁর জন্মদিনে মৌন মিছিল করছি কারণ কাল থেকে মাধ্যমিক পরীক্ষা। তার মানে প্রতিবাদের স্বর নামিয়ে দেওয়া নয়। প্রতিবাদ উচ্চগ্রামেই থাকছে।’’
বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে ৭ জুনিয়র চিকিৎসককে ডেকে পাঠানোর প্রতিবাদও করেছেন চিকিৎসকরা। উল্লেখ্য, আন্দোলনের জন্য টাকা নিয়ে রশিদ না দেওয়ার অভিযোগ রয়েছে বলে জুনিয়র ডক্টরস ফ্রন্টের ৭ চিকিৎসককে তলব করেছে বিধাননগর কমিশনারেট। এর আগে আন্দোলনরত চিকিৎসক ডাঃ উৎপল ব্যানার্জি, ডাঃ সুবর্ণ গোস্বামী, ডাঃ সুবর্ণ গোস্বামীকেও তলব করা হয়েচিল।
শিলিগুড়িতে এই প্রসঙ্গে ডাঃ সুবর্ণ গোস্বামী বলেন, ‘‘অপরাধীদের আড়াল করে প্রতিবাদীদের হেনস্তার নীতিতেই চলছে প্রশাসন। চিকিৎসক হত্যায় মূল অপরাধীদের ধরার দাবিতে সরব বলে হেনস্তা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
ডাঃ উৎপল ব্যানার্জি বলেছেন, ‘‘আর জি করে হত্যাকাণ্ডে যারা প্রোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত, যারা থ্রেট কালচারের পাণ্ডা, যার কারণে এমন ঘটনা, এদের প্রত্যেকের শাস্তি চাইছি আমরা। পুলিশ , সিবিআই, স্বাস্থ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শিয়ালদহ আদালতের রায়ৃ। বিচার না মেলা পর্যন্ত রাস্তায় আছি।’’
RG Kar Justice Rally
বিচারের দাবিতে রাস্তায় আছি, বলছেন চিকিৎসকরা, ক্ষোভ প্রতিবাদীদের হেনস্তাতেও (দেখুন ভিডিও)
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24006/67a8cbc3662c0_Justice-Bank.jpg)
×
Comments :0