Kamakhya Express

লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস, মৃত অন্তত ১

জাতীয়

ফের রেল দুর্ঘটনা, ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা বাবস্থা। রবিবার সকালে লাইনচ্যুত হয়ে গেল কামাখ্যা এক্সপ্রেস। এদিন সকালে ওড়িশার কটকের কাছে কামাখ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়। যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। ঘটনায় জখম হয়েছেন একধিক যাত্রী। রেলের তরফে জানানো হয়েছে আতঙ্কে তাড়াহুড়োতে সাত যাত্রী আহত হয়েছেন। প্রাণ হানির কোন খবর নেই। তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে রেল দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
রেল সূত্রে জানা গেছে, ব্যাঙ্গালুরু-গুয়াহাটি কামাখ্যা এক্সপ্রেস ট্রেনটি বেঙ্গালুরু থেকে আসামের গুয়াহাটিতে যাচ্ছিল।  এদিন সকাল পৌনে ১২টা নাগাদ হঠাৎই ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত হয় যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলের আধিকারিকরা। আসে দমকলের কর্মীরাও। উদ্ধারকারীরা আহত সহ রেলের অনান্য যাত্রী সুরক্ষিত এলাকয় নিয়ে জায়। রেলের তরফে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। কামাক্ষ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ধৌলি এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। এই দুর্ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে রেলের যাত্রীদের সুরক্ষা নিয়ে। রেলমন্ত্রী বারবার দাবি করছেন ভারতীয় রেলের প্রভূত উন্নতি হচ্ছে। বিরোধীরা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই নিজের পিঠ নিজে চাপড়ান। যদি রেলের উন্নয়নের দিকে নজর দিত তাহলে ঘনঘন রেল দুর্ঘটনা এড়ানো যেতো।

Comments :0

Login to leave a comment