জলপাইগুড়ি জেলা সিপিআই(এম)’র উদ্যোগে বন্যা দুর্গত গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য শুরু হলো বিশেষ সহায়তা কর্মসূচি- 'মা কিট' বিতরণ।
বুধবার ধূপগুড়ির গধেয়ারকুঠি হোগলারটারি এলাকার ‘আমাদের রান্নাঘর’ থেকে এই বিশেষ কর্মসূচিটির সূচনা হয়। প্রথম দিনে ধূপগুড়িতে মোট ৫৬ জন মহিলাকে এই কিট তুলে দেওয়া হয়। জেলা কমিটির উদ্যোগে বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলগুলিতে প্রয়োজনীয় সামগ্রী সম্বলিত এই ‘মা কিট’ পৌঁছে দেওয়া শুরু হয়েছে।
এই কিটগুলির মধ্যে রয়েছে বালতি, মগ, বিছানার চাদর, নাইটি, স্যানিটারি ন্যাপকিন, সাবান, টাওয়েল, ডিটারজেন্ট এবং আরোগ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার সামগ্রী।
জানা গিয়েছে, জেলা ও স্থানীয় মহিলাকর্মীরা নিজেদের হাতে এই সামগ্রী বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছে দিচ্ছেন। ধূপগুড়ি, ময়নাগুড়ি, নাগরাকাটা সহ একাধিক বন্যা বিধ্বস্ত এলাকায় পর্যায়ক্রমে এই কর্মসূচি চালানো হবে।
সিপিআই(এম) মহিলা নেত্রী লিপি রায় বলেন, ‘‘বন্যার ফলে বহু পরিবার এখনও ঘরছাড়া। বিশেষত গর্ভবতী ও প্রসূতি মায়েরা ভয়াবহ সমস্যার মধ্যে রয়েছেন। তাই এই সময়ে তাঁদের পাশে দাঁড়াতে সিপিআই(এম) এই উদ্যোগ নিয়েছে।’’
অপর এক নেত্রী অজবালা রায় বলেন, ‘‘এটি কোনো দান নয়, এটি মানুষের প্রতি দায়িত্ববোধের প্রকাশ। দুর্দিনে জনগণের পাশে থাকা আমাদের রাজনৈতিক ও নৈতিক কর্তব্য।’’
Distribution of 'Maa Kits' to pregnant
বন্যা দুর্গত গর্ভবতী ও প্রসূতিদের ‘মা কিট’ বিতরণ

×
Comments :0