Wrestlers Protest

কুস্তিগীরদের হয়ে সওয়াল কপিল সিবালের

জাতীয়

রাজ্যসভার সাংসদ কপিল সিবাল শনিবার কুস্তিগীরদের প্রতিবাদে নীরব থাকার জন্য এবং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য কেন্দ্রকে কটাক্ষ করেছেন। একজন সিনিয়র আইনজীবী হিসেবে সিবাল সুপ্রিম কোর্টে প্রতিবাদী কুস্তিগীরদের হয়ে সওয়াল করেন।  

 

তিনি বলেছেন যে যারা বিষয়টি তদন্ত করছেন তাদের জন্য স্পষ্ট "বার্তা" দিচ্ছে কেন্দ্র। সিবাল বলেছেন, "বৃজভূষণ সিং, যাবতীয় প্রমাণ সহ এখনও গ্রেপ্তার হয়নি। প্রধানমন্ত্রী নীরব, স্বরাষ্ট্রমন্ত্রী নীরব, বিজেপি নীরব, আরএসএস নীরব। তদন্তকারীদের জন্য স্পষ্ট বার্তা!" "সবকা সাথ নয় ব্রিজ ভূষণ কা সাথ!’’ কেন্দ্রের স্লোগানকে কটাক্ষ করে বলেন তিনি

Comments :0

Login to leave a comment