বাড়ির সামনে থেকে ছয় বছরের শিশুকন্যাকে অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। অপহরণের হওয়ার ৫ ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে শিশু। দুই দুষ্কৃতীকে করণদিঘী থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে ঘটনাটা ঘটেছে করণদিঘী থানার টুঙ্গিদিঘীতে।
জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে দাঁড়িয়ে খেলা করছিল ছয় বছরের নাবালিকা আফরোজা খাতুন। হঠাৎ বাড়ির সামনে থেকে আফরোজা খাতুনকে বাইকে করে তুলে নিয়ে যাচ্ছিলো দুই যুবক। স্থানীয় মানুষ বিষয়টি লক্ষ্য করে চিৎকার শুরু করে দেয়। বাইকের পিছনে ধাওয়া করে। কিন্তু ধরতে পারেনি বাইকটিকে। অপহরণকারীদের মাথাণ হেলমেট ছিল। কিন্তু বাইকের নম্বর প্লেট না থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর যায় করণদিঘী থানায়। আসে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ ধরা পড়ে অপহরণকারীদের ছবি। তল্লাশিতে নামে পুলিশ। এলাকার শুরু হয় ট্রাফিকের নাকা চেকিং। অপরাধীদের খোঁজে সীমান্তে চেকিং জোরদার করা হয়। গোপন সুত্রে দুই অপরাধীর খবর পেয়ে পুলিশ পৌছায় টুঙ্গিদিঘিতে। সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। করণদিঘী পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মনসুর আলম ও এজাজ আহমেদ। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদীয়া গ্রামে। গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
কে বা কারা কি কারণে তাদের ছয় বছরের মেয়েকে অপহরণ করে নিয়ে গেল সে সম্পর্কে ধারণা করতে পারছেন না আফরোজা খাতুনের বাবা-মা।
Kidnapped Child
অপহরণের ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশুকন্যা
×
Comments :0