Kerala Nipah Virus

কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু শিশুর

জাতীয়

কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাজ্যের স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে মালাপ্পুরম জেলার বাসিন্দা ওই কিশোরের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, সকাল ১০টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয় শিশুটি। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। আজ সকালে প্রস্রাবের পরিমাণ কমে গিয়েছিল। একটি বড় কার্ডিয়াক অ্যারেস্টের পরে সকাল সাড়ে ১১টায় সে মারা যায়,’’ জর্জ বলেছেন।
মেডিক্যাল প্রোটোকল মেনেই কিশোরীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্ত্রী। কেরালার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, নিপা ভাইরাসে আক্রান্ত চারজনকে 'হাই রিস্ক ক্যাটাগরিতে' রাখা হয়েছে এবং তাদের মঞ্জেরি মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে। বর্তমানে কেরালার মালাপ্পুরম জেলার পান্ডিক্কড় নিপা ভাইরাসের কেন্দ্রস্থল।
এক নির্দেশিকায় জর্জ ভূমিকম্পের কেন্দ্রস্থল ও নিকটবর্তী হাসপাতালের লোকজনকে জনসমাগমস্থলে মাস্ক পরতে এবং হাসপাতালে রোগীদের দেখতে যাওয়া এড়াতে বলেছেন।

Comments :0

Login to leave a comment