NIPAH KERALA

ফের ‘নিপা’ আতঙ্ক কেরালায়, জরুরি বৈঠকে জর্জ

জাতীয়

‘নিপা’ ভাইরাস ছড়ানোর আশঙ্কা কেরালায়। জরুরি ভিত্তিতে শনিবার বৈঠক করছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীনা জর্জ। মাল্লাপ্পুরমে আক্রান্তদের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। 
মে’র শেষ থেকে সেপ্টেম্বর, বৃষ্টির সময়ে, নিপা ভাইরাস প্রতিরোধে সতর্কতা জারি করা হয় কেরালায়। এর আগে একাধিক দফায় এই ভাইরাসজনিত সংক্রমণ মোকাবিলায় বিশেষ সাফল্য দেখিয়েছে কেরালা। 
রাজ্যে সতর্কতা বিধি গত সপ্তাহেই চালু করেছে কেরালা। বাদুড় থেকেই এই ভাইরাস ছড়ায়। রাজ্যবাসীকে বলা হয়েছে বাদুড়ের বাসায় উপদ্রব না করতে। পাখি বা অন্য কোনও প্রাণী ফল খেয়েছে দেখলে তা ফেলে দেওয়া। খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোওয়ার জন্য বলা হয়েছে সতর্কবার্তায়। বাদুড়ের মলের সংস্পর্শে এলেও হাত মুখ পরিষ্কার করার কথা বলেছেন স্বাস্থ্য মন্ত্রী।  
এর আগে বড় মাত্রায় ‘নিপা’ ভাইরাসের সংক্রমণ কেরালায় হয় ২০১৮-তে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় সেবার রাজ্যে ১৭ জন মারা গিয়েছিলেন সংক্রমণে। ১৮ জন সংক্রমিত ছিলেন।

Comments :0

Login to leave a comment