ফিফার নিয়মানুযায়ী কোনো ফুটবলারের চুক্তি এক বছরের বেশি স্থায়ী হবেনা । দিল্লী এফসি থেকে লোনে মোহনবাগানে এসেছিলেন আনোয়ার । তাই বর্তমানে দিল্লি এফসির কর্নধার রঞ্জিত বাজাজ নিজের এক্স হ্যান্ডেলে জানান মোহনবাগানকে ছাড়তে হবে আনোয়ারকে । এর সাথে তিনি আনোয়ারের ব্যাপারে কথা চালচালী করতে থাকেন ইস্টবেঙ্গল ও মুম্বাইয়ের সাথে । এরপরেই কাহিনীর মোড় ঘোরে উলটো দিকে । মোহনবাগানের সাথে আনোয়ারের লোন চুক্তি করা হয়েছিল ফিফার নিয়ম লাগু হওয়ার আগে । তাই, সেই নিয়মের বেড়াজালেই এইবার ফেঁসে গেল রঞ্জিত বাজাজ। সেই জন্য লোন ভিক্তিক চুক্তিতেই ২০২৭ অব্দি মোহনবাগাবেই থাকবেন আনোয়ার । মোহনবাগান চাইলে তারা পারমানেন্ট ডিলও করিয়ে নিতে পারে আনোয়ারের । তবে , শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে নাকি ৫ বছরের চুক্তিতে সই করেছেন তিনি। এইরকমটা হলে এর শেষ দেখে ছাড়বে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে আনোয়ার । নিয়মের জাঁতাকলে পড়ে এক মরশুমের জন্য ব্যান হতে পারেন এই প্রতিভাবান ভারতীয় ডিফেন্ডার। এখন দেখার আনোয়ার ইস্যুতে কোন দল জয়ী হয় ।
Comments :0