Kolkata's Jesus Waseem

ফুটপাতে ছবি আঁকে কলকাতার যীশু ওয়াসিম

কলকাতা

Kolkatas Jesus Waseem ছবি: মনীষ দেব

ওপাড়ে জোড়া গির্জা-এপাড়ে ছবি আঁকে কলকাতার যীশু ওয়াসিম। মাঝখানে ছুটে চলে ব্যস্ত শহর আমার কলকাতা সেকেলি সাহেব পাড়ার— জীর্ণ শীর্ণ রূপ নিয়েই ফিরে ফিরে আসে— বড়দিন। সেদিনের লোয়ার সার্কুলার রোড থেকে আজকের এজেসি বোস রোডই আজন্ম বেড়ে ওঠা ওয়াসিম এক অন্য যীশু — যার খিদে আছে, কান্না আছে, অনাহার আছে, বৃষ্টিতে ভিজে যাওয়া আছে, রোদে পুড়ে যাওয়া আছে।

রোদে পুড়তে পুড়তে সে বৃষ্টিতে ভিজে যায়। শীতে কাঁপতে কাঁপতে পথের ধুলো মাখা কাগজ পথেই রাঙিয়ে দেয়— কলকাতার যীশু ওয়াসিম। জীবন ধূসর কিন্তু ওর আঁকা যেন— নীল-লাল- সবুজেরই খেলারে। 
 

Comments :0

Login to leave a comment