বাধা দিলেই বাধবে লড়াই। ভোটে হিংসা ছড়ালে প্রতিবাদ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বামদুর্গের ঐতিহ্য ধরে রাখতে শুক্রবার বিকেলে কুমারগঞ্জ ব্লক বামফ্রন্টের ডাকে জাকিরপুর গ্রামীণ এলাকায় বামফ্রন্টের উদ্যোগে বামফ্রন্টের নির্বাচনী কর্মীসভায় কথা গুলি বলেন জেলা বামফ্রন্টের প্রবীন নেতা অমিত সরকার।
এদিন পঞ্চায়েত ভোটে কর্মী সভার আয়োজন ছিলো। মানুষের ঢলে জাকিরপুরের রাইখন বাজারে এই জনসভার চেহারা নেয়। জনসভায় বক্তব্য রাখেন জেলার গণ-আন্দোলন ও কৃষক আন্দোলনের নেতৃত্ব অমিত সরকার, মোফাজ্জল হোসেন ও বিশ্বনাথ শীল।
Comments :0