Nanur TMC Leader

নানুরে তৃণমূল নেতার গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপ

রাজ্য জেলা

বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ সিরাপ।

তৃণমূল নেতার রেস্টুরেন্ট থেকে উদ্ধার অবৈধ ভাবে মজুদ বিপুল পরিমান নিষিদ্ধ কাশির সিরাপ! পরিমান ৭২২ লিটার। এই বিপুল পরিমান অ্যারোমেটিক কার্ডামম টিংচার উদ্ধার হয়েছে নানুরের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষর রেস্টুরেন্ট থেকে। আবগারি দপ্তরের হানায় এই উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গেছে, নানুরে ফাইকাস নামে একটি রেস্টুরেন্ট আছে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির তৃণমূলের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অখিল বন্ধু পালের। সেই রেস্টুরেন্টের গোডাউন থেকে ১০০ পেটি নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করে মামলা রুজু করা হয়েছে আবগারি দপ্তরের তরফে।
সূত্র মারফৎ খবর পেয়ে এদিন বীরভূম জেলা আবগারি দপ্তর নানুর থানার অন্তর্গত তৃণমূল নেতা অখিল বন্ধু পালের রেস্টুরেন্টে হানা দেয়৷ রেস্টুরেন্টের গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ এই সিরাফ মজুত ছিল৷ প্রায় ১০০ পেটি, অর্থাৎ ৭২২ লিটার অ্যারোমেটিক কার্ডামম টিংচার উদ্ধার করে আবগারি দপ্তর। 
সিরাফ বাজেয়াপ্ত করার পাশাপাশি আবগারি দপ্তরের তরফে একটি মামলারুজু করা হয়েছে। বীরভূম জেলা আবগারি দপ্তরের সুপার একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘‘লাভপুর আবগারি খবর পায়। আমাদের জানায়। আমরা সবাই মিলে আচমকা হানা দিই। বিপুল পরিমাণ অ্যারোমেটিক কার্ডামম টিংচার মজুত ছিল৷ আমরা উদ্ধার করেছি। মামলারুজু করে তদন্ত করছি। তদন্তে উঠে এলে তখন আটক, গ্রেপ্তার করা হবে।’’

Comments :0

Login to leave a comment