Israel Hezbollah clash

লেবাননে ইজরায়েলি হামলায় নিহত মেয়র

আন্তর্জাতিক

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরের পৌরসভা ভবনে ইজরায়েলি বিমান হামলায় মেয়র আহমাদ কাহিল নিহত হয়েছেন। হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন, যাকে নাবাতিয়েহ গভর্নর হাওয়াইদা তুর্ক ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। হেজবোল্লাহ ও তার সহযোগী আমাল নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে দক্ষিণ লেবাননে চলমান ইজরায়েলি সামরিক অভিযানের মধ্যেই এই হামলা চালানো হলো।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ‘নাবাতিয়েহ মিউনিসিপ্যালিটি ও ইউনিয়ন অব মিউনিসিপ্যালিটিস নামের দুটি ভবনে ইজরায়েলি হামলায় প্রাথমিকভাবে পাঁচজন নিহত হয়েছেন’।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিঞ্জামিন নেতানিয়াহু লেবাননে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন, হেজবোল্লাহ বাহিনীকে অবশ্যই ইজরায়েলের উত্তর সীমান্ত থেকে হটিয়ে দিতে হবে। 
এই অভিযানগুলি একটি বৃহত্তর আক্রমণের অংশ যা সাম্প্রতিক সপ্তাহে তীব্রতর হয়েছে, ইজরায়েলও বেইরুত এবং পূর্ব লেবাননে বিমান হামলা চালাচ্ছে। বেইরুতে বোমা হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা সত্ত্বেও নেতানিয়াহু বলেছেন, হেজবোল্লাহ যোদ্ধাদের হাত থেকে মুক্ত একটি বাফার জোন নিশ্চিত করা ছাড়া যুদ্ধবিরতি হবে না।

Comments :0

Login to leave a comment