Left Meeting Delhi

দিল্লিতে পাঁচ বামপন্থী দলের বৈঠক

জাতীয়

অজয় ভবনে প্রকাশ কারাত, ডি রাজা, মনোজ ভট্টাচার্য, দীপঙ্কর ভট্টাচার্য

রবিবার দিল্লিতে বৈঠক করলেন পাঁচ বামপন্থী দলের নেতৃবৃন্দ। বামপন্থী দলগুলির যৌথ সংগ্রামে গুরুত্ব দেওয়ার বিষয় আলোচনা হয়েছে বৈঠকে। 
এদিন সিপিআই’র প্রধান দপ্তর অজয় ভবনে হয় বৈঠক। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং কোঅর্ডিনেটর প্রকাশ কারাত, সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লক নেতা ধর্মেন্দ্র ভার্মাও অংশ নেন বৈঠকে।
পাঁচ বামপন্থী দলের জাতীয় স্তরের নেতারাও অংশ নেন বৈঠকে। ছিলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বিভি রাঘভুলুও।

Comments :0

Login to leave a comment