3rd Day wrestler's protest in Delhi

মেয়েদের মন কি বাত জানতে একবার আসুন প্রধানমন্ত্রী, আর্জি সাক্ষী-ভিনেশদের

জাতীয় খেলা

দিল্লির যন্তর মন্তরে তৃতীয় দিনে পড়ল কুস্তিগিরদের প্রতিবাদ আন্দোলন। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ব্রিজ ভূষণ সিং শরনের গ্রেপ্তারির দাবিতে অনড় দেশের জন্য পদকজয়ী কুস্তিগিররা। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ রয়েছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে। তারপরও চুপ দেশের সরকার। ইতিমধ্যে কুস্তিগিরদের আন্দোলনে সংহতি জানিয়ে পাশে দাঁড়িয়েছে সিপিআই(এম), সারা ভারত কৃষক সভা, সারা ভারত মহিলা সমিতি, ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের যুব ফেডারেশন। ব্রিজ ভূষণের গ্রেপ্তারির দাবিতে আগামী ২৭ এপ্রিল দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি রেখেছে এসএফআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টও মহিলা কুস্তিগিরদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ শুনবে বলে জানিয়েছে।


এদিন ধর্ণা মঞ্চ থেকে রোহতাকের কুস্তিগির সাক্ষী মালিক বলেন ‘আমরা চাই আমাদের সঙ্গে এসে একবার দেখা করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের বিশ্বাস আমাদের কথা তার কাছে পৌছাচ্ছে না, তিনি আমাদের সঙ্গে এসে একবার কথা বললে বুঝতে পারবেন আমাদের সমস্যার কথা।’ প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে কমওয়েলথ ও এশিয়ান গেমসে সোনার পদক জিতেছিলেন ভিনেশ ফোগত। কিন্তু বর্তমানে দিল্লিতে আন্দোলনরত তিনি। ভবিষ্যতে মহিলা কুস্তিগিরদের নিরাপততা নিয়ে শঙ্কিত ভিনেশ জানাম ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসুন। তিনি মন কি বাত অনুষ্ঠান করছেন একবার এসে আমাদের সঙ্গে কথা বলুন। তাহলে উনি জানে পারবেন মেয়েদের মন কি বাত।'

Comments :0

Login to leave a comment