উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার পরেও রাজ্য সরকারের প্রকল্পে উপভোক্তাদের নামের তালিকা তৈরির কাজ চলছে। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এমনই অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিশদে অভিযোগ জানাবে সিপিআই(এম)।
১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভায় উপনির্বাচন। তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট। এই বিধানসভা এলাকার দু’টি পঞ্চায়েত আবার জলপাইগুড়ি জেলার মধ্যে। নির্বাচন ঘোষণার দিনই নির্বাচনী আচরণবিধি কার্যকর করেছে নির্বাচন কমিশন। কিন্তু অভিযোগ, জলপাইগুড়ি জেলার এই দু’টি গ্রাম পঞ্চায়েতে ‘বাংলা আবাস যোজনা’-র উপভোক্তাদের নামের তালিকা তৈরি হচ্ছে। নির্বাচনী মতদানের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল।
জলপাইগুড়ির বানারহাট মহকুমার দু’টি গ্রাম পঞ্চায়েত মাদারিহাট বিধানসভার মধ্যে। মাদারিহাট বিধানসভার মোট বুথের ২০ শতাংশের বেশি বুথ রয়েছে জলপাইগুড়ি জেলার ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায়।
আগামী ২১ তারিখ, সোমবার, থেকে এই দুই পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে শুরু হওয়ার কথা সমীক্ষার। এখনও পর্যন্ত এই কাজ বন্ধ করার কোন নির্দেশ জারি করা করেনি। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে সিপিআই(এম) অভিযোগ জানাচ্ছে জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের কাছে।।
MCC VIOLATION JALPAIGURI
ভাঙা হচ্ছে আচরণবিধি, সিপিআই(এম)’র অভিযোগ জলপাইগুড়িতে
×
Comments :0