MONDA MITHAI — NATUNPATA / CHUNI GOSAWAMI / 30 DECEMBER

মণ্ডা মিঠাই / অত্যাচারিত রিবেশ — ঐতিহ্য / নতুনপাতা

ছোটদের বিভাগ

MONDA MITHAI  NATUNPATA   CHUNI GOSAWAMI  30 DECEMBER

নতুনপাতা

মণ্ডা মিঠাই

চুনী গোস্বামী
১৫ জানুয়ারি, ১৯৩৮ ― ৩০ এপ্রিল, ২০২০

১৯৪৬ থেকে ১৯৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোহনবাগানের জুনিয়র দলের স্ট্রাইকার। ১৯৫৪ থেকে ১৯৬৮ অবধি মোহনবাগানের মূল দলের  স্ট্রাইকার, ১৯৬০ থেকে ১৯৬৪ মোহনবাগান ফুটবল দলের অধিনায়ক।  তার অধিনায়কত্বে ১৯৬২ খ্রি. জাকার্তায় এশিয়ান গেমসের সোনা জয়, তেল আভিভে এশিয়া কাপের রৌপ্য পদক জয় ।  
ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পরে ক্রিকেট খেলায় মনোনিবেশ করেন এবং রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়কত্ব করেন। দুবার রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিলেন। ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতে মিডিয়াম পেস বোলার। ওনার কৃতিত্বে রয়েছে ৪৬টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে একটি সেঞ্চুরি সহ ১৫৯২ রান এবং ৪৭টি উইকেট।  
১৯৬৩ খ্রিষ্টাব্দে অর্জুন পুরস্কার, ১৯৮৩ খ্রিষ্টাব্দে পদ্মশ্রী পুরস্কার,  এবং  ২০০৫ সালে মোহনবাগান রত্ন।

Comments :0

Login to leave a comment