MUKTADHARA | BOOK REVIEW — RSS — SUBINOY MISHRA | 22 MARCH 2024

মুক্তধারা | বই — আরএসএস একটি বিপজ্জনক সংগঠন | সুবিনয় মিশ্র — ২২ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  BOOK REVIEW  RSS  SUBINOY MISHRA  22 MARCH 2024

মুক্তধারা 

বই

আরএসএস একটি বিপজ্জনক সংগঠন
সুবিনয় মিশ্র


আরএসএস নিজে বলে তারা কোনও রাজনৈতিক দল নয়। সাংস্কৃতিক সংগঠন।  কিন্তু কার্যত রাজনৈতিক কার্যাবলীর প্রতিটি স্তরেই তার হস্তক্ষেপ ক্রমবর্ধমান।  তার রাজনৈতিক সংগঠনের নাম বিজেপি। আরএসএস আসলে  একটি ফ্যাসিস্ত সংগঠন। ১৯২৫ সালে প্রতিষ্ঠা। মনে রাখতে হবে  ভারতের স্বাধীনতা সংগ্রামে এরা অংশ নেয়নি। পরে  উগ্র হিন্দুত্ববাদকে আশ্রয় করে এরা ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে ওঠে। আরএসএস এদেশের সংবিধান থেকে নয়, প্রেরণা সংগ্রহ করে মনুবাদী দর্শন থেকে। অর্থাৎ উচ্চ বা শাসক শ্রেণির সপক্ষে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের উপর শোষণ করার অবাধ অধিকার কায়েম করাই তাদের লক্ষ্য। এই বিপজ্জনক মৌলবাদী ফ্যাসিস্ত শক্তিকে কোনওভাবে খাটো করে দেখা আত্মহত্যার শামিল। জনসমাজে, প্রান্তীয় ও নিরুচ্চারবর্গের মধ্যে, ইতিহাস ও পুরানের বিকৃতির উপর দাঁড়িয়ে এরা যে কত ভয়ঙ্কর হয়ে উঠেছে সেকথাই আলোচিত হয়েছে পুস্তিকাটিতে। লেখক উৎপল মিত্র। তবে আরএসএস ও বিজেপির  বিরুদ্ধে লড়াই খুবই কঠিন। আদর্শগত লড়াই তো চালাতেই হবে তবে আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়তে হলে সে লড়াই কেবল আদর্শগত স্তরেই শেষ হবে না প্রয়োজন হবে সংগ্রামী মানুষের জোটের। যা বিকশিত হতে পারে সংগ্রামের ময়দানের প্রত্যক্ষ অভিজ্ঞতায়। সম্প্রতি আরএসএস সম্পর্কে মানুষের কৌতূহল বাড়ছে। সাংস্কৃতিক সংগঠনের মুখোশের নিচে  কি জঘন্য রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে আরএসএস ও বিজেপি, এই বইটি থেকে মানুষ তা সহজেই বুঝে নিতে পারবে।   
আরএসএস বিজেপির বিপদ ও তার মোকাবিলা 
উৎপল মিত্র। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। কলকাতা জেলা কমিটি। ১৫ টাকা।

Comments :0

Login to leave a comment