MUKTADHARA DHUSARBELA MANISH DEB 9 JULY

মুক্তধারা ধূসরবেলা / আইন / মনীষ দেব

সাহিত্যের পাতা

MUKTADHARA   DHUSARBELA  MANISH DEB   9 JULY

ধূসরবেলা

আইন 
মনীষ দেব

না কেউ বাঁচাতে পারলো না – আইনের তত্ত্বাবধানে গণতন্ত্রের মৃত্যু!
         আইন 
         আইন
         আইন
আইনের হাত ধরে রক্তস্নাত পশ্চিমবঙ্গ দেখল মৃত্যু উৎসব। আহা আইন ইহারে কয় – যে প্রথমত নিজে, সব মৃত্যুর সম্ভবনায়ও অন্ধ হয়ে থাকতে পারে এবং আইনের তাত্ত্বিক ব্যাখায় – সুনিশ্চিত করতে পারে – গণতন্ত্র ও মানুষের মৃত্যুকে!
        আইন – কী চাইল? 
        যা ঘটল তাই! যদি না চায় – তাহলে যে রাষ্ট্র সেনা দেবে বলে, শেষ পর্যন্ত সেনা দিল না এবং যে পরিমান দেবে বলে ছিল তার ধারে কাছেও পাঠালো না সেনা, সেই রাষ্ট্রের বিরুদ্ধে কি ব্যাবস্থা নেবে আইন? নাকি এই রাষ্ট্রীয় প্রহসনের অংশীদার হবে আইন না নীরবতায় বুঝিয়ে দেবে আইনের জাতাকল কাকে বলে দেখলে জনগণ!


        বাংলার প্রতিটি সাধারণ মানুষের আশঙ্কা সত্যি হল এবং আইন তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল। না হলে ৭২ ঘন্টা আগে যখন সেনা এল না, কেন পিছিয়ে দেওয়া হল না – নির্বাচন? কেন আইন বললো না এই রক্তের হোলির অংশীদার হব না আমরা। নির্বাচন পাঁচ দিন পিছিয়ে গেলে, কি পাঁচ দফায় হলে – গণতন্ত্র ধুলিসাৎ হয়ে যেত? দেশ কী বিপন্ন হয়ে যেত? আইনের প্রতি কী প্রতিটি মানুষ আস্থা হারাতো?
        আইন চায়নি – শাসকের দায়িত্ব পালিত হোক! 
        আইন চায়নি – রাষ্ট্র দায়িত্ব পালনে বাধ্য হোক!
        আইন চায়নি – শেষ পর্যন্ত একটি নাগরিকও সুরক্ষিত থাকুক!
আইন যদি চাইত – শুধু আইন ঘোষণা হতো না। প্রতিটি আইন প্রয়োগ হত। এত মৃত্যর পরেও আইন যদি না চায় – শাসক ও রাষ্ট্রের জবাবদিহি। 
তা হলে আইনের মদতে – রক্তের হোলি চলবে।
        এবং – এবং – এবং একদিন " আইন " নিজেই সবচেয়ে বিপন্ন হয়ে পড়বে।

Comments :0

Login to leave a comment