BADLAPUR BANDH ARREST

শিশু নিপীড়নে ধিক্কার, বন্‌ধের ডাক মহারাষ্ট্রে, গ্রেপ্তার ৬৬

জাতীয়

মঙ্গলবার এভাবেই প্রতিবাদ হয় বদলাপুরে।

দুই শিশুর যৌন নিপীড়নের প্রতিবাদে শহর অচল করে দিয়েছিল বদলাপুরের জনতা। এবার প্রতিবাদীদের বিরুদ্ধে আক্রোশ নামিয়ে আনছে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার। পাঁচশোর বেশি প্রতিবাদীর নামে দায়ের হয়েছে অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
শিবসেনায় নিজের গোষ্ঠীর নেতা এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দায়ী করেছেন বিরোধীদের। বুধবার বলেছেন রাজনৈতিক অভিসন্ধি নিয়ে হামলা হয়েছে বদলাপুরে। সরকারের মনোভাবে প্রতিবাদ জানিয়ে ২৪ আগস্ট মহারাষ্ট্রে বন্‌ধ ডেকেছে কংগ্রেস জোট এমভিএ।
মঙ্গলবার থানের শহর বদলাপুর অচল হয়ে যায় বিক্ষোভে। জানা যায় স্থানীয় একটি কিন্ডারগার্ডেন স্কুলে সাড়ে ৩ এবং ৪ বছরের দুই শিশুকে যৌন নিগ্রহ করা হয়েছে। বিক্ষোভ ছড়ায় পুলিশের মনোভাবেও। সংশ্লিষ্ট থানায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল দুই শিশুর অভিভাবকদের। কিন্ডারগার্ডেন স্কুলের এক সাফাইকর্মীকে দায়ী করা হয়েছে। স্কুলের বাথরুমে কন্যাশিশুদের সমস্যা হচ্ছে কিনা দেখার জন্য কোনও মহিলা কর্মীও নিযুক্ত নেই। 
মঙ্গলবার প্রতিবাদে অবরোধ হতে থাকে জাতীয় সড়ক এবং বড় বড় রাস্তায়। থানের এই শহরের রেল স্টেশনেও ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। রেললাইনে বসে পড়ায় আটকে যায় ট্রেন চলাচল। প্রতিবাদের জেরে এক বরিষ্ঠ আধিকারিক সহ তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। গ্রেপ্তার করা হয় স্কুলের ওই সাফাইকর্মীকে। 
বুধবারই জানা যায় বিক্ষোভের দায়ে পুলিশ বদলা নিতে নেমেছে। বদলাপুরের ডিসিপি সুধাংশু পাথারে জানান যে পাঁচশোর জনের বেশি বিক্ষোভকারীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ৬৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের নামে ভাঙচুর, গুণ্ডামি, সরকারি কর্মীদের হেনস্তার দায় দেওয়া হয়েছে। রেল পুলিশ সিসি টিভি ফুটেজ দেখছে। আরও অনেকের নামে দায়ের হবে অভিযোগ। 
পুলিশ এবং প্রশাসনের ভূমিকায় বিক্ষোভ ছড়ায় রাজ্যের অন্যত্রও। দাদার, নভি মুম্বাইয়ের মতো বহু জায়গায় প্রতিবাদে নামেন বহু মানুষ। এদিন বিরোধী জোট এমভিএ’র বৈঠকে বিধানসভা ভোটে আসন সমঝোতা নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু কংগ্রেস, উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনা এবং শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি নেতারা আলোচনা করেন যৌন নির্যাতন পরিস্থিতি নিয়েই। ২৪ গস্ট ডাকা হয় বন্‌ধ। 
বিরোধী নেতারা মুখ্যমন্ত্রীকে বলেছেন, রাজনীতি করছেন একনাথ শিন্ডে নিজেই। কংগ্রেসের প্রদেশ সভাপতি বলেছেন শিশুদের বিরুদ্ধে অপরাধের সবচেয়ে বেশি ঘটনা দেখা যাচ্ছে মহারাষ্ট্রে। ২১ হাজার অভিযোগ রয়েছে। বারবার অপরাধীদের লুকানোর চেষ্টা করছে শিন্ডে সরকার। তাই এত বাড় বেড়েছে অপরাধীরা।
বিরোধীরা ক্ষোভ জানিয়েছে উজ্জ্বল নিকমকে এই মামলায় সরকার বিশেষ আইনজীবী নিয়োগ করায়। নিকমের বিজেপি-যোগ সামনে এনে বিরোধীরা বলছেন সরকারি উদ্যোগে দোষীদের আড়াল করা হবে শেষ পর্যন্ত। ভোটের আগে চালু হয়েছে ‘লড়কি-বহিন’ যোজনা। মহিলাদের হাতে অর্ত দেওয়া হচ্ছে। কিন্তু কেবল থানেতে, শিন্ডেরনিজের এলাকায়, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ৫১ শতাংশ বেড়ে গিয়েছে। কেড়ে নেওয়া হচ্ছে তাঁদের নিরপাত্তা।

Comments :0

Login to leave a comment