Brigade Rally

ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে গণকনভেনশন বেলঘরিয়ায়

জেলা ব্রিগেড

বুধবার বেলঘরিয়া স্টেশনের সামনে প্রকাশ্য গণকনভেনশনে বক্তব্য রাখছেন সুভাষ মুখার্জী। ছবি - অভিজিৎ বসু

শ্রমিক, কৃষক, খেতমজুর, কর্মচারী, বস্তিবাসী সব সংগঠনকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামের দিকে দেশ ও রাজ্যের মানুষ এগিয়ে চলেছে বলেই, ফের ধর্মীয় জিগির তুলে সাম্প্রদায়িক ভাগাভাগি করতে নেমেছে বিজেপি এবং তৃণমূল। এই দুই দল মানুষকে নাগরিক মনে করে না। কেবলমাত্র ভোটার মনে করে। বুধবার বেলঘরিয়া স্টেশনের সামনে প্রকাশ্য গণকনভেনশন একথা বলেন সিআইটিইউ রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি। বুধবার বেলঘরিয়া স্টেশনের এক নম্বর প্লাটফর্মের সামনে গণ কনভেনশনটি হয়। কনভেনশনের পর সেখান থেকে একটি মিছিল শুরু হয়ে ফিডার রোড ধরে বেলঘরিয়া রথতলার মোড়ে এসে শেষ হয়। ২০ এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বেলঘরিয়া অঞ্চলের সিআইটিইউ অন্তর্গত শ্রমিক ইউনিয়নগুলি, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি, এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যুক্ত ভাবে এই প্রকাশ্য গণকনভেনশন সংগঠিত করে। এই কনভেনশন সুভাষ মুখার্জি ছাড়াও বক্তব্য রাখেন রঞ্জিত সরকার,সুদীপ্ত রায়, দেবলিন গুহ, দুর্গা ব্যানার্জি সহ নেতৃবৃন্দ।

সিআইটিইউ রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি গণকনভেনশনে বলেন, "স্বাধীনতার আগে লড়াই করে যে শ্রম আইন গুলি আদায় করা হয়েছে, সেগুলিকে কেন্দ্রের বিজেপি সরকার  শ্রম কোডের মাধ্যমে বাতিল করে দিচ্ছে। শ্রম কোড লাগু হলে, শ্রমিকরা দাস শ্রমিকের পরিণত হবে। সারাদেশ জুড়ে আক্রান্ত হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শ্রমিকদের অধিকার।" শ্রমজীবী মানুষের বিভিন্ন পেশার ওপর কী ধরনের আক্রমণ নেমে এসেছে সে কথা এবং রাজ্যের সরকার কী ভাবে সেই আক্রমণকে সাহায্য করছে সে কথা বিস্তারিতভাবে বর্ণনা করে সুভাষ মুখার্জি বলেন, "দেশ বাঁচাও এবং রাজ্যে বদলাও - এই আহ্বান জানিয়ে শ্রমজীবী মানুষ ২০ এপ্রিল  ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। সমাজের সব অংশের মানুষ আক্রান্ত। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমিক-কৃষকরা।"


 

Comments :0

Login to leave a comment