ঘূর্ণিঝড় 'দানা' আর কিছু সময় পরেই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। যার জেরে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সমস্ত ট্রেন বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে। বাতিল করা হয়েছে বহুদূরপাল্লার ট্রেন। বন্ধ থাকবে বিভিন্ন ফেরি পরিষেবা। কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সমস্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। কিন্তুও কলকাতা মেট্রো পরিষেবায় কোনও রদ বদল করা হচ্ছে না বলেই জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। কোনও পরিবর্তন করা হচ্ছে না।’’
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রতিদিনের সময় অনুযায়ী মেট্রো চলবে। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটে শেষ মেট্রো পাওয়া যায়।আজকেও সেই সময়ে তা পাওয়া যাবে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পরিষেবাও স্বাভাবিক থাকবে। সল্টলেক থেকে শিয়ালদহ লাইনের মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না।
প্রসঙ্গত ঘূর্ণিঝড় 'দানা'র সম্ভাব্য ল্যান্ডফল হবে ওডিশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী কোনও স্থানে। যার ফলে ওডিশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় হওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা ।
Comments :0