১৪ আগস্ট রাজ্যের সব বুথে সব পাড়ায় ফের রাত দখলে নামার আহ্বান জানালেন মীনাক্ষী মুখার্জি। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির এই সদস্য যুবনেত্রী মীনাক্ষী জানিয়েছেন ৯ আগস্টও রাজ্যজুড়ে ফের হবে প্রতিবাদ।
গত বছরের ৯ আগস্ট আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রী খুন হয়েচিলেন কর্তব্যরত অবস্থায়। গোটা দেশে ভেঙে পড়েছিল প্রতিবাদ। খেলার মাঠ থেকে অভিনেতা-শিল্পী, চিকিৎসক, স্কুলে কলেজে ছাত্রছাত্রীরা বিচারের দাবিতে মিছিল প্রাণ দিয়েছিল বাংলার প্রতিবাদের ধারাকে। তার ঠিক এক বছর হওয়ার মুখে, বৃহস্পতিবার, সিপিআই(এম) রাজ্য ওয়েবসাইটে প্রচারিত হয়েছে মীনাক্ষীর প্রতিবাদ বার্তা (দেখুন ভিডিও)।
পরিবারকে দূরে সরিয়ে রেখে, হাথরসে বিজেপি সরকারের কায়দায়, দেহের শেষকৃত্য করতে নেমেছিল প্রশাসন। আর জি কর হাসপাতালে সেদিন শববাহী গাড়ি আটকেছিলেন মীনাক্ষী এবং ছাত্র-যুব নেতৃবৃন্দ। সারা রাজ্যে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল। প্রতিবাদের তরঙ্গ রাজ্য, দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল বিশ্বের বহু প্রান্তে। সর্বত্র স্লোগান উঠেছিল, ‘বিচার চাই’।
এদিন মীনাক্ষী বলেছেন, ‘‘রাজ্যের পুলিশ এবং কেন্দ্রের সিবিআই যে তদন্ত করল তাতে আরজি করে চিকিৎসক হত্যার আসল অপরাধীদের শাস্তি হয়নি। সে কারণে মানুষ বলছেন, ‘কিছু হয়নি’।’’
মীনাক্ষী জানিয়েছেন, ৯ আগস্ট ক্ষতবিক্ষত মুখ দেখেছিলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদানের পরই আরজি করে গিয়েছিলাম। তিনি বলেছেন, ‘‘আমাদের আদর্শবোধ, আমাদের মানবিকতা বোধ নির্দেশ দিয়েছিল এখনই গাড়িটা আটকে দিতে হবে। তার পরিবারের সম্মতি নিতে হবে দেহের শেষকৃত্যের জন্য।’’
তিনি জানিয়েছেন, এক বছরের লড়াইয়ে ফিরে ৯ আগস্ট ফের রাজ্যের মানুষ পথে নামবেন। নাগরিকদের ‘অভয়া মঞ্চ’ প্রতিবাদ জানাবে। বিচারের দাবি জানাবে। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি হবে। হাজরা মোড়ে কালীঘাটের দিকে মিছিল হবে।
মীনাক্ষীর আহ্বান, যে যেখানে যেভাবে পারবেন প্রতিবাদ জানাবেন। নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আরও বেশি মানুষের মধ্যে উৎসাহ সঞ্চারের জন্য কাজ করি।
তিনি বলেছেন, ‘‘১৪ তারিখ ফের একবার, মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আছে, সেদিন রাত নাগরিকদের দখলে থাকুক, মহিলাদের দখলে থাকুক।’’
মীনাক্ষী বলেছেন, ‘‘রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে, নিজেদের পাড়ায়, নিজেদের পরিবার পরিজন নিয়ে ফিরে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে রাত দখল করে অর্জিত অধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করি।’’
এদিন মুজফ্ফর আহ্মদ ভবনে সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘আর জি কর কাণ্ডে নিয়ে জুনিয়র চিকিৎসক, অভয়া মঞ্চ নিজেদের মত কর্মসূচি ঘোষণা করেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ তখন শায়িত ছিল রাজ্য সপ্তরে, আমরা তখন সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানাই, ছাত্র যুবরা শববাহী শকট আটকানোর পর সবাই সব জানতে পারেন। এক বছর ধরে মানুষ যে ভাবে পথে নেমেছে তাকে কুর্নিশ জানিয়েছি। আমরা শাস্তি চেয়েছি। মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের অনেক কর্মীদের। যারা ১৪ তারিখ রাতে গিয়েছিল হামলা করতে, তাদের ধরা হয়নি। আজ পর্যন্ত প্রশাসন থেকে বলা হয়নি কারা ওই কাজ করেছিল। জুনিয়র চিকিৎসক দের বদলি নিয়ে দুর্নীতি হয়েছে, প্রতিবাদী চিকিৎসকদের বদলি করা হয়েছে। যারা প্রতিবাদ করেছিল তাদের ভয় দেখানো হয়েছে। আজকেও অভয়ার বাবা-মা অমিত শাহের দেখা পাননি। যারা ইডি সিবিআই দেখায় তারা কি করছে? এদের দিয়ে তো এই ঘটনার ইনসাফ পাওয়া গেলো না। লড়াই জারি থাকবে। সাধারণ মানুষকে আবেদন করবো এই আন্দোলনে সামিল হোন।’’
Minakhshi Mukherjee
ফের প্রতিবাদ, সব বুথে রাত দখলের আহ্বান মীনাক্ষীর

×
Comments :0