Minakshi Mukherjee

দুর্নীতি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়ায়ের পথ চেনাচ্ছে লাল ঝান্ডা: মীনাক্ষী

রাজ্য জেলা

মন্তেশ্বরে জনসভায় বলছেন মীনাক্ষী মুখার্জি।

আমাদের মূল লক্ষ্য যারা খেটে খায় তাঁদের রাজ হোক, আর যারা লুটে খায় তাদের বিদায় করতে চাই। ধনী দরিদ্রের  মধ্যে বৈষম্য ঘেচাতে চাই। এটাই মূল লক্ষ্য আমাদের পার্টির। শুক্রবার মন্তেশ্বরে একথা বলেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পদক মীনাক্ষী মুখার্জি। এদিন সিপিআই(এম) মন্তেশ্বর এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষ্যে জনসভা হয় রায়গ্রাম হাটতলাতে। সভায় মীনাক্ষী ছাড়াও বক্তব্য রাখেন অনুপম ঘোষ। সভাপতিত্ব করেন ওসমান গনি সরকার। 
মীনাক্ষী মুখার্জি এদিন বলেছেন সর্বত্র চুরি, দুর্নীতি হচ্ছে। গরিবের মুখের গ্রাস কেড়ে খাচ্ছে  তৃণমূলের নেতারা। রাজ্য জুড়ে যে আবাস যোজনার ঘরের জন্য সমীক্ষা চলছে তাতে দুর্নীতি, বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। যদি সাহস থাকে ঘরের তালিকা ওরা পঞ্চায়েতে টাঙ্গিয়ে দেখাক। তাহলে মার খেতে হবে প্রধান, পঞ্চায়েত কর্মীদের। কারণ গোটা তালিকায় দুর্নীতিতে ভরা। তাই পুলিশকে সাথে নিয়ে সার্ভের দল ঘুরছে। তিনি আরো বলেন সাহস থাকে যদি গ্রাম সভায় ওই তালিকা ফেলে নাম অনুমোদন করাক। গ্রামের মানুষ ভুলে গেছেন কবে গ্রাম সভার বৈঠকে বসেছেন। যদি সব কিছু আগের মতো গ্রামসভায় অনুমোদন করা হতো তাহলে এত দুর্নীতি থাকতো না পঞ্চায়েতে। 
মুখার্জি বলেছেন, বৈষম্য ও দুর্নীতিকে টিকিয়ে রাখতে এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়। শাসকদলের নেতারা গরিবের সম্পদ চুরি করে নিজেদের সম্পদ বাড়াচ্ছে। তাই ওরা দুর্নীতি, চুরি, রাহাজানি, মহিলাদের নির্যাতনের এই রাজ টিকিয়ে রাখতে চায়। আমরা এর বিরুদ্ধে লড়াই করতে চাই। তিনি বলেন, লাল ঝান্ডার দল শূন্য হলেও বৈষম্য, দুর্নীতি, গরিবের মজুরী বৃদ্ধি, মেয়েদের সন্মান রক্ষার জন্য, ১০০ দিনের কাজ থেকে ২০০ দিন কাজ চাইতে লাল ঝান্ডা লড়ছে। গোরু চোর, কয়লা, বালি চোরদের বিরুদ্ধে লড়তে চেয়ার লাগে না শুধু দরকার আদর্শের, লাল ঝান্ডার সেই আদর্শকে সামনে রেখেই মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছেন। নৈরাজ্য, দুর্নীতি, স্বৈরাচারের বিরুদ্ধে মাথা তুলে লড়ায়ের পথ চেনাচ্ছে লাল ঝান্ডা। মা-বোনেদের ইজ্জত আজ লুন্ঠিত, খুন, ধর্ষণ, ডাকাতির বিরুদ্ধে লড়াই করুন।  তিনি বলেছেন পুলিশী গুন্ডারাজের বিরুদ্ধে লড়েই আইনের শাসন কায়েম করতে হবে। লুট, অত্যাচার, ধর্ষণ, খুনের রাজনীতি কায়েম রাখতে ওরা চায় এই রাজ চালু রাখতে। তিনি এদিন আরও বলেছেন, ওরা লাল ঝান্ডা ভয় পায় কারণ এই ঝান্ডা সাধারণ মানুষের রুটি-রুজির জন্য লড়াই করছে। দেশ বিরোধী সাম্প্রদায়িক শক্তি’র উত্থানকে এই রাজ্যে জায়গা করে দিয়েছে তৃণমূল। এরা বিশ্বাসঘাতক ওদের মানুষ থেকে বিচ্ছিন্ন করুন।

Comments :0

Login to leave a comment